করোনা কালেও ব্যস্ততা চলছে নারী ক্রিকেট দলের। সামনেই বড় মিশন। নারী বিশ্বকাপের বাছাইপর্ব। ১৬ নভেম্বর থেকে ৫ ডিসেম্বর পর্যন্ত জিম্বাবুয়েতে বিশ্বকাপ বাছাইপর্ব। তার আগে রোববার ২০ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
২১ থেকে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত মিরপুরে ফিটনেস টেস্টের মধ্য দিয়ে শুরু ক্যাম্প। ২৬ সেপ্টেম্বর করোনা টেস্টের পর ২৭ সেপ্টেম্বর সিলেটে যাবেন তারা। সিলেটে ২৮ সেপ্টেম্বর থেকে ১১ অক্টোবর পর্যন্ত চলবে ক্যাম্প। ক্যাম্পের সময় পাঁচটি ৫০ ওভারের প্রস্তুতি ম্যাচ খেলবেন টাইগ্রেসরা।
নারীদের দলে সব অভিজ্ঞ ক্রিকেটাররাই আছেন। কোন চমক নেই। তাদের নিয়েই ২১ সেপ্টেম্বর শুরু হয়ে যাবে অনুশীলন।
২০ সদস্যর দল-
মুর্শিদা খাতুন, শামীমা সুলতানা, নিগার সুলতানা, ফারজানা হক পিংকি, রুমানা আহমেদ, রিতু মনি, নাহিদা আক্তার, সালমা খাতুন, জাহানারা আলম, লতা মন্ডল, সুরাইয়া আজমিন, নুজহাত তাসনিয়া, ফাহিমা খাতুন, ফারিহা ইসলাম তৃষ্ণা, সানজিদা আক্তার, সুবর্ণা মোস্তারি, খাদিজা-তুল কুবরা, শারমিন আক্তার, পূজা চক্রবর্তী ও দিশা বিশ্বাস।
Discussion about this post