ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
৩০ মে শুরু ওয়ানডে ক্রিকেটের বিশ্বসেরা লড়াই। ইংল্যান্ড ও ওয়েলসে অনুষ্ঠিত বিশ্বকাপে মাঠের লড়াইয়ে ভালো কিছুর প্রত্যাশায় বাংলাদেশ ক্রিকেট দল। যদিও এখনো দল ঘোষণা হয়নি। তবে স্কোয়াডে মেহেদী মিরাজের থাকাটা প্রায় নিশ্চিত। এখনই প্রস্তুতি শুরু করে দিয়েছেন এই অলরাউন্ডার।
বিশ্বকাপ প্রস্তুতিতে পেসারদের কাজে সাহায্য করাই হবে স্পিনারদের মূল কাজ। রোববার মিরপুরের একাডেমি মাঠে আবাহনীর হয়ে অনুশীলনের ফাঁকে সংবাদ মাধ্যমে তিনি জানান, ‘আমার কাছে মনে হয় স্পিনারদের রানটা চেক দেয়া খুব জরুরী হবে। কারণ ওইসব দেশে কিন্তু স্পিনাররা বেশী সাহায্য পাবে না। উইকেট না বের করতে পারলেও ইকোনমিকাল বোলিং করতে হবে।’
মিরাজ জানাচ্ছিলেন, ‘আমি মনে করি ওভার প্রতি পাঁচ সাড়ে পাঁচ করে রান দিলে সেটা অনেক ভালো বোলিং ফিগার হবে। এর মধ্যে ২/১টা উইকেট নিতে পারলে তো অনেক ভালো। আসল কথা এটাই যে পেসারদের সাহায্য করা রান কম দেয়া স্পিনারদের মূল ভূমিকা থাকবে বিশ্বকাপে।’
বিশ্বকাপের আগে প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগ আছে। এখন অবশ্য দলের ক্রিকেটাররা ঘরোয়া লিগ নিয়ে ব্যস্ত। মিরাজ বলেন, ‘সামনে আয়ারল্যান্ড সিরিজ। এরপর আমরা বিশ্বকাপ খেলতে যাবো। আমার কাছে মনে হয় প্রিমিয়ার লিগ চলাকালীন যে এক মাস সময় পাবো এই সময়ের মধ্যেই নিজেদেরকে গুছিয়ে নিতে হবে কারণ আমাদের হাতে ওইরকম সময় নেই। ওইরকম সময় পাবোও না, প্রিমিয়ার লিগের ফাঁকে যতটুক প্রতুতি নেয়া সম্ভব ততটুকই নেবো।’
স্পিনাররা ইংল্যান্ডের উইকেটে কেমন করবে? মিরাজ জানাচ্ছিলেন, ‘আমাদের স্পিনারদের যে দায়িত্ব সেটা হলো পেসারদের সহযোগিতা করা। কারণ উপমহাদেশে খেলা হলে স্পিনারদের ভূমিকাটা বেশী থাকতো। কিন্তু ইংল্যান্ডে পেসারদের সাপোর্ট করতে হবে। এই কাজটা ঠিকঠাক করতে পারলে আমাদের টিম আরও ভালো করবে।’
Discussion about this post