শুরু হয়ে গেছে বিশ্বকাপের উত্তাপ। সময়ও হাতে তেমন একটা নেই। আগামী মাসের মাঝামাঝিতে শুরু হবে টি-টুয়েন্টি বিশ্বকাপ। তার আগে এখন চলছে দল ঘোষণা। সোমবার পাকিস্তান ক্রিকেট বোর্ড ঘোষণা করল তাদের বিশ্বকাপ দল। বাবর আজমকে অধিনায়ক করে দল ঘোষণা করে ঘোষণা হলো পাকিস্তানের ১৫ সদস্যের দল।
পাকিস্তানের বিশ্বকাপ দলে চমক একটাই-২৩ বছর বয়সী উইকেটরক্ষক ব্যাটসম্যান আজম খান। চলতি বছর জাতীয় দলে অভিষেক হওয়ার পর মাত্র তিনটি ম্যাচ খেলেন তিনি। দলে ফিরেছেন আসিফ আলি ও খুশদিল শাহ। গত ফেব্রুয়ারিতে সর্বশেষ টি-টুয়েন্টি খেলেন খুশদিল। এই বছরের এপ্রিলে জিম্বাবুয়ের বিপক্ষে শেষবার টি-টোয়েন্টি খেলেছেন আসিফ।
তবে দলে নেই ৪০ বছর বয়সী শোয়েব মালিক। পাকিস্তানের হয়ে সর্বোচ্চ ১১৬ টি-টুয়েন্টি খেলা মালিক সবশেষ জাতীয় দলে ছিলেন গত সেপ্টেম্বরে। জায়গা হয়নি আরেক সাবেক অধিনায়ক সরফরাজ আহমেদের। সরফরাজ সবশেষ খেলেছেন গত এপ্রিলে।
২৪ অক্টোবর চির প্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু এবার শুরু হবে পাকিস্তানের বিশ্বকাপ মিশন।
এদিকে দল ঘোষণার আগেই পদত্যাগ করলেন মিসবাহ-উল-হক ও ওয়াকার ইউনিস। পাকিস্তানের প্রধান কোচ ও বোলিং কোচের দায়িত্ব থেকে সরে দাঁড়ালেন তারা। পাকিস্তান ক্রিকেট বোর্ডকে সোমবার সকালে নিজেদের সিদ্ধান্তের কথা জানান মিসবাহ ও ওয়াকার।
করোনা থেকে সেরে উঠা মিসবাহ বলেন, ‘ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ শেষে জ্যামাইকায় কোয়ারেন্টিন আমাকে গত ২৪ মাস ও সামনের আন্তর্জাতিক সূচি নিয়ে ভাবার সুযোগ করে দেয়। আমাকে পরিবার থেকে যথেষ্ট সময় দূরে থাকতে হবে, সেটি জৈব-সুরক্ষা বলয়ে। এটা ভেবেই দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি আমি।’
পাকিস্তান দল: বাবর আজম (অধিনায়ক), শাদাব খান (সহ-অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), আসিফ আলি, সোহেব মাকসুদ, আজম খান (উইকেটরক্ষক), খুশদিল শাহ, মোহাম্মদ হাফিজ, মোহাম্মদ নওয়াজ, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, শাহিন শাহ আফ্রিদি, হারিস রউফ, হাসান আলি, ইমাদ ওয়াসিম, মোহাম্মদ হাসনাইন।
রিজার্ভ: উসমান কাদির, শানাওয়াজ দাহানি, ফখর জামান।
Discussion about this post