একেই বলে সুভাগ্য। দলের বাইরেই ছিলেন তিনি। কিন্তু শোয়েব মাকসুদ দল থেকে বিদায় নিতেই ভাগ্য খুলল তার। লোয়ার ব্যাক ইনজুরির কারণে বিশ্বকাপ শেষ তার। এ অবস্থায় মাকসুদের জায়গায় পাকিস্তান টি-টুয়েন্টি বিশ্বকাপের চূড়ান্ত দলে ডাক পেলেন অভিজ্ঞ ব্যাটসম্যান শোয়েব মালিক।
শনিবার এমআরআই স্ক্যানে ব্যর্থ হওয়ার পরই শেষ হয় মাকসুদের বিশ্বকাপ। তারপরই মালিকের নাম ঘোষণা করে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। ন্যাশনাল টি-টুয়েন্টি কাপের খেলায় ইনজুরিতে পড়েন মাকসুদ। সেই ধাক্কা সামলে উঠা হয়নি।
শুধু সানিয়া মির্জার স্বামী শোয়েব ছাড়াও পাকিস্তানের বিশ্বকাপ দলে জায়গা করে নিয়েছেন অধিনায়ক সরফরাজ আহমেদ। একইসঙ্গে দলে আছেন হায়দার আলী ও ফখর জামান। আজম খান ও মোহাম্মদ হাসনাইনের পরিবর্তে নেওয়া হয়েছে তাদের।
পাকিস্তানের বিশ্বকাপ মিশন শুরু ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে। ২৪ অক্টোবর শুরু মাঠের লড়াই।
পাকিস্তানের বিশ্বকাপ দল
বাবর আজম, শাদাব খান, মোহাম্মদ রিজওয়ান, আসিফ আলী, শোয়েব মালিক, সরফরাজ আহমেদ, ফখর জামান, মোহাম্মদ হাফিজ, মোহাম্মদ নাওয়াজ, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, শাহীন আফ্রিদি, হারিস রউফ, হাসান আলী, ইমাদ ওয়াসিম ও হায়দার আলী।
রিজার্ভ: উসমান কাদির, শাহনেওয়াজ দাহানি, খুশদিল শাহ।
Discussion about this post