ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
২০১৬ সালে ঘরের মাঠে সেমিফাইনালে ওয়েস্ট ইন্ডিজের কাছে স্বপ্নভঙ হয়েছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের। তবে চলতি বিশ্বকাপে ঠিকই নিউজিল্যান্ডকে হারিয়ে ফাইনালে জায়গা করে নিয়েছে আকবর আলির দল। এবার আর খালি হাতে ফিরতে চান না তারা। সে লক্ষ্য নিয়েই রোববার বাংলাদেশ সময় দুপুর ২টায় শিরোপা নির্ধারনী ম্যাচে দক্ষিণ আফ্রিকার পচেফস্ট্রুমে ভারতের মুখোমুখি হবে জুনিয়র টাইগাররা।
বিশ্বকাপের মঞ্চে প্রথমবারের মত শ্রেষ্ঠত্বের মুকুট পড়তে মরিয়া পুরো আসরে দুর্দান্ত ক্রিকেট খেলা আকবর আলীর দল। গ্রুপ পর্ব থেকে সেমিফাইনাল অবধি ব্যাট-বলে আলো ছড়িয়েছেন তারা। অবশ্য নিজেদের শক্তি-সামর্থ্যের প্রমান দিয়েছে বর্তমান চ্যাম্পিয়ন ভারতও। শিরোপা ধরে রাখতে বদ্ধপরিকর তারাও।
এখন পর্যন্ত বড়-ছোট বিশ্বকাপের কোন আসরের ফাইনাল খেলতে পারেনি বাংলাদেশ। অনূর্ধ্ব-১৯ ক্রিকেটে এর আগে বাংলাদেশের সেরা সাফল্য তৃতীয় স্থান লাভ করা। তবে ফাইনালে উঠার লক্ষ্য নিয়ে এবারের বিশ্বকাপের মিশন শুরু করে বাংলাদেশ। টুর্নামেন্ট শুরুর আগে এমনই ইঙ্গিত ছিলো বাংলাদেশের অধিনায়ক আকবর আলির, ‘আমাদের দলটি বেশ ভারসাম্যপূর্ণ। ব্যাটিং-বোলিং-ফিল্ডিং, তিন বিভাগেই ভালো অবস্থায় আছি আমরা। আমাদের দলের সবাই খুবই প্রতিভাবান। আমরা যদি সামর্থ্য অনুযায়ী খেলতে পারি, তাহলে আমরা টুর্নামেন্টের শেষ পর্যন্ত যেতে পারব।’
শিরোপায় চোখ থাকলেও ভারত বলেই যত ভয় বাংলাদেশের যুবাদের। কেননা গত বছর সেপ্টেম্বরে শ্রীলঙ্কার কলম্বোয় যুব এশিয়া কাপের ফাইনালে ভারতকে মাত্র ১০৬ রানে বেঁধে ফেলেছিল বাংলাদেশের যুবারা। কিন্তু ব্যাটসম্যানদের ব্যর্থতায় লাল-সবুজ প্রতিনিধিরা ১০১ রানে অলআউট হয়। তার আগে ইংল্যান্ডে ত্রিদেশীয় সিরিজের ফাইনালের লড়াই করে শেষ পর্যন্ত হারে বাংলাদেশ। এবার অবশ্য তেমনটা হোক চান না আকবর আলি, ‘ভারত ভালো দল জানি। কিন্তু এসব ভেবে বাড়তি চাপ নেব না। তাদের বিপক্ষে স্বাভাবিক খেলাটাই খেলতে চাই।’
প্রথমবারের মত ফাইনাল খেলতে নামবে বাংলাদেশ। এতে চাপ নিতে চান না অধিনায়ক আকবর আলি। সেমির ম্যাচ শেষে আকবর বলেন, ‘আমরা অন্য ৮-১০টা ম্যাচের মতোই খেলব। আমাদের প্রথম ফাইনাল, এটা ভেবে চাপ নেব না। ভারত খুব ভালো দল। আমাদের নিজেদের খেলাটা খেলতে হবে। তিন বিভাগেই আমাদের সেরাটা দিতে হবে।’
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল:
আকবর আলী (অধিনায়ক), তৌহিদ হৃদয় (সহ-অধিনায়ক), তানজিদ হাসান তানিম, মোহাম্মদ পারভেজ হোসেন ইমন, প্রান্তিক নওরোজ নাবিল, মাহমুদুল হাসান জয়, শাহাদাত হোসেন, শামিম হোসেন, মোহাম্মদ মৃত্যুঞ্জয় চৌধুরি নিপুন, তানজিদ হাসান সাকিব, অভিষেক দাস, শরিফুল ইসলাম, মোহাম্মদ শাহিন আল, রাকিবুল হাসান ও হাসান মুরাদ।
Discussion about this post