ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
অসাধারণ এক ক্রিকেটার তিনি। ব্যাট হাতে ক্রিকেট মাঠে বেশ সাবলীল। তার ব্যাটেও ইংল্যান্ড বিশ্বকাপে পথ খুঁজে পেয়েছে পাকিস্তান। বাবর আজম বুধবার নিউজিল্যান্ডের বিপক্ষে দুর্দান্ত এক সেঞ্চুরিতে জেতালেন দলকে। আর ফিরিয়ে আনেন ৩২ বছর আগের এক মধুর স্মৃতি।
১২৭ বলে ১০১ রানের ম্যাচ জেতানো ইনিংস খেলেন বাবর। বিশ্বকাপে পাকিস্তানের ওপেনার বাদে কোনো ব্যাটসম্যান সবশেষ সেঞ্চুরি করেন ১৯৮৭ সালের বিশ্বকাপে। ৩২ বছর পর এবার সেলিম মালিকের শতরানের স্মৃতি ফিরিয়ে আনেন বাবর।
এটি ওয়ানডে ক্রিকেটে বাবরের দশম সেঞ্চুরি। তবে এটা তার কাছে স্পেশাল। বলেন, ‘ওয়ানডেতে এটাই আমার সেরা ইনিংস। কারণ এটা খেলেছি জিততেই হবে এমন ম্যাচে। উইকেট অনেক মন্থর ছিল এবং স্পিন ধরেছে। শেষ পর্যন্ত ব্যাট করতে চেয়েছি আমি।’
বুধবার ম্যাচ জেতানো ইনিংস খেলার পাশাপাশি বাবর চলতি বিশ্বকাপে ছাড়িয়ে গেছেন বিরাট কোহলিকে। এ পর্যন্ত এ টুর্নামেন্টে ছয় ম্যাচে এক সেঞ্চুরি আর দুই হাফসেঞ্চুরিতে ৩৩৩ রান করেন বাবর। চার ম্যাচ খেলে তিন হাফসেঞ্চুরিতে ২৪৪ রান করেছেন কোহলি। এবারের বিশ্বকাপে এখন পর্যন্ত ৭ ম্যাচে দুই সেঞ্চুরি আর তিন হাফসেঞ্চুরিতে ৫০০ রান নিয়ে শীর্ষে অস্ট্রেলিয়ান ওপেনার ডেভিড ওয়ার্নার। ৪৯৬ রান নিয়ে এরপরই অস্ট্রেলিয়া অধিনায়ক অ্যারন ফিঞ্চ। এক ম্যাচ কম খেলে দুই সেঞ্চুরি আর তিন হাফসেঞ্চুটিতে ৪৭৬ রান নিয়ে তিনে আছেন বাংলাদেশের সাকিব আল হাসান।
সর্বোচ্চ রান সংগ্রাহকের লড়াইটা বেশ জমে উঠেছে!
Discussion about this post