ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
স্বস্তির পরশ বাংলাদেশ ক্রিকেট দলে। প্রথমবারের মতো কোনো বহুজাতিক টুর্নামেন্টের শিরোপা জিতে গেল হাওয়ায় উড়ছে টাইগাররা। কয়েকদিন ছুটির মেজাজে ছিলেন ক্রিকেটাররা। পরিবারকে সময় দিয়ে তিন দিনের ছুটি কাটিয়ে বুধবার ফের বিশ্বকাপ মিশনে দেশ ছাড়লেন মাশরাফি বিন মর্তুজা।
বৃহস্পতিবার লন্ডনে বিশ্বকাপের সব অধিনায়ককে নিয়ে আইসিসির একটি অনুষ্ঠানে অংশ নেবেন বাংলাদেশ অধিনায়ক। তারপরই দলের সঙ্গে যাবেন কার্ডিফে। দেশ ছাড়ার আগে দল ও বিশ্বকাপে সফলতার জন্য দেশবাসীর কাছে দোয়া চাইলেন মাশরাফি। বলেন, ‘সবাই দোয়া করবেন, যাতে আমরা ভালো করতে পারি। ত্রিদেশীয় সিরিজ জিতে সবাই বেশ আত্মবিশ্বাসী, বাংলাদেশ দলের জন্যে আপনারা দোয়া করবেন।’
গত শুক্রবার ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে প্রথমবার ত্রিদেশীয় সিরিজের ট্রফি জেতে বাংলাদেশ। তারপরই মাশরাফি দেশে আর তামিম ব্যক্তিগত ছুটিতে দুবাই চলে যান। বিশ্বকাপ স্কোয়াডের বাকি ১৩ জন উড়াল দেন বিশ্বকাপ মিশনে লেস্টারে। বৃহস্পতিবার তাদের সঙ্গে যোগ দিবেন মাশরাফি ও তামিম।
এর আগে মাশরাফির নেতৃত্বে ২০১৫ বিশ্বকাপে দুর্দান্ত খেলেছিল বাংলাদেশ। ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের মতো দলকে হারিয়ে জায়গা করে নিয়েছিল কোয়ার্টার ফাইনালে। এবার দলটির লক্ষ্য সেমিফাইনাল। মাশরাফি বলেন, ‘ত্রিদেশীয় ট্রফি জয় আমাদের বিশ্বকাপের মাঠে আমাদের আত্মবিশ্বাস বাড়াবে। তবে বিশ্বকাপ কঠিন হবে কোনো সন্দেহ নেই। নিজেদের পুরো সম্ভাবনা অনুযায়ী খেলতে পারলে বিশ্বকাপে বাংলাদেশও ভালো ফল করতে পারবে।’
বৃহস্পতিবার থেকেই আইসিসির অতিথি হিসেবে শুরু হচ্ছে বাংলাদেশের বিশ্বকাপ অভিযান।২৬ ও ২৮ মে কার্ডিফে পাকিস্তান ও ভারতেরর বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলবে টাইগাররা। এরপরই ২৯ মে কার্ডিফ থেকে লন্ডনে ফিরবে মাশরাফি দল। ২ জুন বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা।
Discussion about this post