ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
এবারের বিশ্বকাপে বাংলাদেশ দলের সারপ্রাইজ প্যাকেজ ছিলেন। কিন্তু ইংলিশ কন্ডিশন, ছোট মাঠ ও ভয়ংকর প্রতিপক্ষের জন্যই মেহেদি হাসান মিরাজকে নিয়ে শঙ্কা ছিল অনেকের, কতটা পারবেন? শেষ পর্যন্ত অবশ্য এ স্পিনর পেরেছেন। তাইতো সেরা বোলিং ইকোনমি তার দখলে দখলে। ৭ ম্যাচে ৬৭ ওভারে ৩৪১ রান দিয়ে পেয়েছেন ৬ উইকেট। বোলিং গড় ৫৬.৮৩, ইকোনমি ৫.০৮। স্বাভাবিকভাবেই নিজের বোলিং পারফরম্যান্সে খুশি এ ডানহাতি।
ইংল্যান্ডের উইকেটে অফস্পিনের কার্যকারিতা নিয়ে অনেক সংশয় ছিল। কিন্তু ভালো বোলিং করেছেন মিরাজ। কিভাবে সম্ভব হয়েছে ব্যাপারটি নিজেই জানিয়েছেন এ অফস্পিনার, ‘আসলে আমি যে পরিকল্পনা করেছিলাম, পুরো বিশ্বকাপে আমি সেই পরিকল্পনায় স্থির ছিলাম। দেশ থেকে যখন এখানে আসি তখন থেকেই আমার পরিকল্পনা ছিল আমি ইকোনমি ঠিক রেখে বোলিং করবো। সেটাই হয়েছে। হয়তো আমি বেশি উইকেট পাইনি। উইকেটের জন্য চেষ্টাও করিনি। লাইন ও লেন্থ ঠিক রেখে এক জায়গায় বোলিং করে যাওয়ার পরিকল্পনা ছিল। এর ভেতরে যদি উইকেট পেয়ে যেতাম সেটা দলের জন্য উপকার হত। আমার টার্গেটই ছিল রান চেক দেওয়া।’
স্পিন কোচ সুনীল যোশীর অনুপ্রেরণায় বিশ্বকাপে ভালো করতে উদ্বুদ্ধ হয়েছেন মিরাজ। ব্যাপারটি এ ডানহাতি স্পিনারও স্বীকার করেছেন, ‘ও আমাকে বলে যে, আমাকে ইকোনমি বোলার হতে হবে। টপ ওয়ার্ল্ডের স্পিনার হিসেবে এক নম্বর হতে হবে। এক নম্বর দেখতে চায় আমাকে। সব সময় উৎসাহিত করে। ভালো পরামর্শ দেয়। এইতো…খেলার ভেতরে, বাইরে টিপস দেয়। সাকিব ভাইও হেল্পফুল। স্পিনার হিসেবে কোন জায়গায় বল ফেললে ভালো হবে তা বুঝিয়ে দেন। তার বোলিং দেখে অনেক সময় আমি রিড করতে পারি যে আমার কি করা লাগবে।’
ইংল্যান্ড বিশ্বকাপে বাংলাদেশের লক্ষ্য ছিল সেমিফাইনাল। কিন্তু ভারতের কাছে হেরে সব শেষ হয়ে যায় টাইগারদের। তারপরও এ টুর্নামেন্ট থেকে অনেক প্রাপ্তি রয়েছে লাল-সবুজদের। সেগুলোয় ধরা পড়েছে মিরাজের চোখেও, ‘দল ভালো করলে বেশি ভালো লাগে। দল সেমিফাইনালে গেলে আরও বেশি ভালো লাগত। দলে ব্যক্তিগত কিছু পারফরম্যান্স আছে সেগুলো অনেক বড় প্রাপ্তি। সাকিব ভাই অসাধারণ পারফরম্যান্স করেছে। এরকম পারফরম্যান্স বিশ্বে খুব কমই দেখা যায় ওয়ার্ল্ড ক্রিকেটে। ৬০৬ রান ও ১১ উইকেট, এটা অনেক বড় প্রাপ্তি আমার দেশের ক্রিকেটের জন্য।’
বিশ্বকাপ মিশন শেষ হলেও এখনও দেশে ফেরেননি মিরাজ। স্ত্রীর সঙ্গে সেখানেই রয়েছেন তিনি। বিসিবি সূত্রে জানা গেছে এক সপ্তাহ পর দেশের বিমান ধরবেন এ অলরাউন্ডার। তারপরই হয়তো আসন্ন শ্রীলঙ্কা সফরের প্রস্তুতি শুরু করবেন তিনি।
Discussion about this post