ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
বয়স ৩৯। কিন্তু ক্রিস গেইলের ব্যাটিং দেখলেই সেটা কারো মনেই হবে না। তারপরও এ বাঁহাতি আগেই জানিয়ে দিয়েছেন এবারই ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ খেলবেন। এজন্যই তাকে নতুন দায়িত্ব দিয়ে সম্মানিত করেছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড।
আসন্ন ইংল্যান্ড বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের সহ:অধিনায়কের দায়িত্ব পালন করবেন গেইল। বড় মঞ্চে দেশের জার্সিতে এমন সম্মাননা পেয়ে রোমাঞ্চিত এ বাঁহাতি ওপেনার, ‘যে কোনো ফরমেটে ওয়েস্ট ইন্ডিজের প্রতিনিধিত্ব করতে পারা সম্মানের। আর এই বিশ্বকাপ তো আমার জন্য স্পেশাল। একজন সিনিয়র খেলোয়াড় হিসেবে অধিনায়ক এবং দলের প্রতিটি সদস্যকে সমর্থন দেয়া আমার দায়িত্বের মধ্যে পড়ে।’
ওয়েস্ট ইন্ডিজের জার্সিতে এখন পর্যন্ত ২৮৯ ওয়ানডে খেলেছেন গেইল। ২৫ সেঞ্চুরি আর ৫১ হাফসেঞ্চুরি ৩৮.১৬ গড়ে করেছেন ১০১৫১ রান। তার সর্বোচ্চ সংগ্রহ ২১৫ রান।
আগামী ৩০ মে শুরু হবে দ্বাদশ বিশ্বকাপ। যেখানে ১০ দল একে অন্যের মুখোমুখি হবে একবার করে। এরপরই পয়েন্ট টেবিলের ভিক্তিতে নির্ধারিত হবে সেমিফাইনাল।
ওয়েস্ট ইন্ডিজ আপাতত ব্যস্ত রয়েছে আয়ারল্যান্ডে ত্রি-দেশীয় সিরিজে। যেখানে অবশ্য খেলছেন না ক্রিস গেইল। তবে এ বাঁহাতি ঠিকই মাতাচ্ছেন আইপিএল। সেখানে এখন পর্যন্ত ১৩ ম্যাচে ৪০.৮৩ গড়ে ৪ হাফসেঞ্চুরিতে তিনি করেছেন ৪৯০ রান। সর্বোচ্চ রান তার ৯৯। ক্যারিয়ারের শেষ বিশ্বকাপেও দেশের জার্সিতে ঝড় তুলতে চান এ ব্যাটিং দানব।
Discussion about this post