২০২৫ নারী ওয়ানডে বিশ্বকাপে সরাসরি জায়গা করে নিতে ব্যর্থ হয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। এ কারণেই মূল পর্বে খেলার সুযোগ পেতে এবার বাছাইপর্বের কঠিন চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন দলকে।
আইসিসির ঘোষিত সূচি অনুযায়ী, আগামী ৯ থেকে ১৯ এপ্রিল পাকিস্তানের লাহোরে অনুষ্ঠিত হবে নারী ওয়ানডে বিশ্বকাপের বাছাইপর্ব। যেখানে ছয়টি দল-বাংলাদেশ, পাকিস্তান, স্কটল্যান্ড, আয়ারল্যান্ড, থাইল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ-একটি করে পাঁচটি ম্যাচ খেলবে। শীর্ষ দুই দল ২০২৫ বিশ্বকাপে খেলার সুযোগ পাবে।
নারী ওয়ানডে চ্যাম্পিয়নশিপের শীর্ষ পাঁচ দল এবং স্বাগতিক ভারত সরাসরি বিশ্বকাপে জায়গা পেয়েছে। তারা হলো-অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কা। ভারত দুই নম্বরে থাকায় ষষ্ঠ স্থানে থাকা নিউজিল্যান্ডও বিশ্বকাপ নিশ্চিত করেছে।
আগামী অক্টোবরে ভারতে অনুষ্ঠিত হবে নারী ওয়ানডে বিশ্বকাপ। আট দলের এই আসরে হবে ৩১টি ম্যাচ। বাংলাদেশের সামনে কঠিন চ্যালেঞ্জ থাকলেও, দলের অভিজ্ঞ খেলোয়াড়রা বিশ্বকাপে খেলার স্বপ্ন বাঁচিয়ে রাখতে মরিয়া। এখন দেখার বিষয়, বাছাইপর্বে তারা নিজেদের সেরাটা দিতে কতটা সক্ষম হয়।
বাংলাদেশের বাছাইপর্বের সূচি
১০ এপ্রিল: বাংলাদেশ বনাম থাইল্যান্ড (এলসিসিএ, লাহোর)
১৩ এপ্রিল: বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড (গাদ্দাফি স্টেডিয়াম, দিবারাত্রির ম্যাচ)
১৫ এপ্রিল: বাংলাদেশ বনাম স্কটল্যান্ড (গাদ্দাফি স্টেডিয়াম, দিবারাত্রির ম্যাচ)
১৭ এপ্রিল: বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ (এলসিসিএ, লাহোর)
১৯ এপ্রিল: বাংলাদেশ বনাম পাকিস্তান (এলসিসিএ, লাহোর)
Discussion about this post