ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
বেশ আগে থেকেই চোটের সঙ্গে লড়ছেন তামিম ইকবাল। যে কারণে জিম্বাবুয়ে সফরে টেস্ট ও টি-টোয়েন্টি খেলতে পারেননি তিনি। ‘ম্যানেজ’ করে ওয়ানডে সিরিজ খেলে ফিরেন। এরপর থেকেই রয়েছেন ৬ সপ্তাহের পুর্নবাসনে। যা শেষে সেপ্টেম্বরের শুরুতেই মাঠে ফিরবেন তিনি। তাই এ তারকাকে টি-টোয়েন্টি বিশ্বকাপে পেতে আশাবাদী প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু।
বিশ্বকাপে তামিমকে পাওয়ার ব্যাপারে শুক্রবার মিনহাজুল আবেদীন নান্নু বলেন, ‘আশা করছি সেপ্টেম্বরের প্রথম সপ্তাহ থেকে মাঠে থাকবে। বিশ্বকাপের এখনও অনেক সময় আছে। আশা করছি বিশ্বকাপের আগে ফিট হয়ে যাবে।’
আগামী মাসের শুরুতে ঘরের মাফে নিউজিল্যান্ড সিরিজ। কিন্তু খেলা হচ্ছে না তামিমের। সে সময় এ তারকা ব্যস্ত থাকবেন ফিটনেস আর স্কিল নিয়ে।
টানা চারটি টি-টোয়েন্টি সিরিজ খেলা না হলেও বিশ্বকাপের মঞ্চে তামিমকে মানিয়ে নিতে সমস্যা হবে না বলে মনে করছেন নান্নু, ‘তামিমের অসাধারণ অভিজ্ঞতা আছে। যখন মাঠে নামবে আন্তর্জাতিক অঙ্গনে মানিয়ে নেওয়া ওর জন্য কোনো ব্যাপার না। ইনজুরি তো যেকোনো খেলোয়াড়েরই হতে পারে। ইনজুরির পর কত দ্রুত প্রত্যাবর্তন করছে এটা গুরুত্বপূর্ণ।’
Discussion about this post