ঘোষিত হল ওয়েস্ট ইন্ডিজ দল। তাদের বিশ্বকাপ দলে নেই ডোয়াইন ব্র্যাভো এবং কাইরন পোলার্ড। দলের নেতৃত্ব থাকবেন জ্যাসন হোল্ডার।
তবে বিস্ময়কর ব্যাপার হল উইন্ডিজ দলে নেই ডোয়াইন ব্র্যাভো আর কাইরন পোলার্ড।
অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডে আগামী ১৪ ফেব্রুয়ারি থেকে ২৯ মার্চ পর্যন্ত হবে বিশ্বকাপ।
বিশ্বকাপের ওয়েস্ট ইন্ডিজ দল: জ্যাসন হোল্ডার (অধিনায়ক), সুলিমান বেন, ড্যারেন ব্র্যাভো, জোনাথান কার্টার, শেলডন কট্রেল, ক্রিস গেইল, সুনিল নারাইন, দিনেশ রামদিন, কেমার রোচ, আন্দ্রে রাসেল, ড্যারেন স্যামি, মারলন স্যামুয়েলস, লেন্ডল সিমন্স, ডোয়াইন স্মিথ, জেরোম টেলর।
Discussion about this post