জিম্বাবুয়ের মতো আক্ষেপ সঙ্গী করে বিদায় নিতে পারতো তারাও। কিন্তু শেষ পর্যন্ত কপাল পুড়েনি আফগানিস্তানের। প্রথম তিন ম্যাচ হারলেও শেষ পর্যন্ত ঘুরে দাঁড়িয়ে বিশ্বকাপ ক্রিকেটের চূড়ান্ত পর্বে জায়গা করে নিল আফগানিস্তান।২০১৯ বিশ্বকাপে দেখা যাবে তাদের।
শুক্রবার বিশ্বকাপ বাছাইপর্বে সুপার সিক্সের শেষ ম্যাচে আয়ারল্যান্ডকে ৫ উইকেটে হারায় আফগানরা। হারারে স্পোর্টস ক্লাব মাঠে আইরিশদের ২০৯ রান দলটি জিতে ৫ বল বাকি থাকতেই।
বাছাই পর্বের বাধা টপকে আগেই বিশ্বকাপ নিশ্চিত করে ওয়েস্ট ইন্ডিজ। মোট দশটি দেশ নিয়ে আইসিসির এই বিশ্বকাপ আয়োজন নিয়ে প্রশ্ন উঠেছে। যেখানে জিম্বাবুয়ে কিংবা আয়ারল্যান্ডকে দেখা যাবেনা এবার।
সংক্ষিপ্ত স্কোর-
আয়ারল্যান্ড: ৫০ ওভারে ২০৯/৭ (পোর্টারফিল্ড ২০, স্টার্লিং ৫৫, বালবার্নি ১১, নায়াল ও’ব্রায়েন ৩৬, সিমি ১৫, কেভিন ও’ব্রায়েন ৪১, উইলসন ১১, ম্যাকব্রাইন ১১*, ম্যাককার্থি ০; দওলত ২/৫৪, মুজিব ০/৩১, নাইব ০/১৫, নবি ১/৪৮, আশরাফ ০/১৮, রশিদ ৩/৪০)।
আফগানিস্তান: ৪৯.১ ওভারে ২১৩/৫ (শাহজাদ ৫৪, নাইব ৪৫, রহমত ১২, শেনওয়ারি ২৭, নবি ১২, স্টানিকজাই ৩৯*, নাজিবুল্লাহ ১৭*; ম্যাককার্থি ১/৫৭, মারটাঘ ০/৪৬, র্যানকিন ১/৪১, ম্যাকব্রাইন ০/৩৮, সিমি ৩/৩০)।
ফল: আফগানিস্তান ৫ উইকেটে জয়ী
ম্যাচসেরা: মোহাম্মদ শাহজাদ
Discussion about this post