প্রথমবারের মতো ওয়ানডে বিশ্বকাপ ক্রিকেটে নাম লিখিয়েছে যুদ্ধবিধ্বস্ত দেশ আফগানিস্তান। শুক্রবার কাবুলে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে কেনিয়াকে অনায়াসে ৭ উইকেটে হারিয়ে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডে অনুষ্ঠিতব্য ২০১৫ বিশ্বকাপের টিকেট পেল আফগানরা।
কেনিয়াকে ৪৩.৩ ওভারে মাত্র ৯৩ রানে অলআউট করে আফগানিস্তান। ২০.৫ ওভারে ৩ উইকেট হারিয়েই ৯৬ রানে পৌঁছে পেয়ে যায় বিশ্বকাপের ছাড়পত্র। জয়ের নায়ক কিছুদিন আগেই ঢাকার প্রিমিয়ার ক্রিকেট লিগে মোহামেডানের হয়ে খেলে যাওয়া মোহাম্মদ নবী। প্রথমে বল হাতে ১০ রানে নিয়েছেন ২ উইকেট। পরে অপরাজিত ৪৬ রানের ইনিংস খেলে তিনিই ম্যাচের সেরা।
মাত্র পাঁচ বছর আগেও আইসিসির পঞ্চম ডিভিশনে খেলত আফগানিস্তান। পাকিস্তানের রিফিউজি ক্যাম্পে খেলা শেখা সেই আফগানরা আজ বিশ্বকাপে খেলবেন। বিশ্বকাপে ‘বি’ গ্র“পে আফগানিস্তানের সঙ্গে রয়েছে দুই স্বাগতিক অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড, ইংল্যান্ড, শ্রীলঙ্কা, বাংলাদেশ ও বাছাই পর্ব থেকে আরেকটি দেশ।
এর আগে বাছাই পর্ব খেলে বিশ্বকাপে খেলার উঠেছে আয়ারল্যান্ড। বাছাই পর্ব থেকে আরও দুটি দেশ জায়গা পাবে বিশ্বকাপে।
Discussion about this post