ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশ অপ্রতিরোধ্য এক শক্তি। গত কয়েক বছর ধরেই দুর্দান্ত খেলে যাচ্ছে দলটি।
মাশরাফি বিন মর্তুজার নেতৃত্বে বিশ্বসেরাদের চোখে চোখ রেখেই কথা বলছে টাইগাররা। ধারাবাহিকতা ধরে রাখলে এবারের বিশ্বকাপে সেমিফাইনালে পা রাখবে দল। দলের অন্যতম সেরা তারকা সাকিব আল হাসান স্বপ্ন দেখাচ্ছৈন। তার মতে, বিশ্বকাপ জয়ের সম্ভাবনা রয়েছে বাংলাদেশের।
ভারতীয় একটি গণমাধ্যমের সঙ্গে সহ-অধিনায়ক সাকিব বলেন, ‘প্রকৃতই এবার আমাদের টুর্নামেন্ট জয়ের সুযোগ আছে বলে মনে করি। তবে অবশ্যই আমাদের ধারাবাহিক পারফর্ম করতে হবে। তা করতে পারলে নকআউট পর্বে উঠতে পারব এবং সেখান থেকে এগিয়ে যাওয়া যাবে। এবার আমরা ভালো করব সে ব্যাপারে আমি আত্মবিশ্বাসী।’
৩০ মে শুরু বিশ্বকাপ। তার আগে সাকিব জানালেন, ‘বাংলাদেশ শিরোপা জিতবে এমন আশা করছি আমরা। তবে এ জন্য একসঙ্গে অনেক কিছু কাজ করতে হবে। আইপিএলে আমি বেশি খেলিনি, বিশ্বকাপ প্রস্তুতিতে মনোযোগ দিয়েছি। অনুশীলনে নিজের পুরোটাই দিয়েছি।’
দলে অভিজ্ঞ ক্রিকেটারের কমতি নেই। সাকিব বলছিলেন, ‘দেখুন, আমাদের অভিজ্ঞতা আছে। দলে কয়েকজন খেলোয়াড় আছে যারা তিন-চারটি বিশ্বকাপে খেলেছে। এটা ভালো ব্যাপার কারণ কি করা উচিত তা বুঝতে পারব। আমরা আত্মবিশ্বাসী। নিজেদের দিনে যে কোনো দল যে কাউকে হারাতে পারে।’
নিজের ফেভারিট কোনটি এ প্রসঙ্গে সাকিব বলেন, ‘ইংল্যান্ড ও ভারত অবশ্যই ফেবারিট। তবে এ তকমা তাদের শিরোপা জেতাতে পারবে না। বিশ্বকাপের মতো টুর্নামেন্ট জিততে আপনাকে কঠোর হয়ে খেলতে হবে। অস্ট্রেলিয়া এবং ওয়েস্ট ইন্ডিজও ঠিক সময়মতো ভালো করছে। সত্যি বলতে, প্রতিটি দলই লড়াইয়ের জন্য প্রস্তুত। নির্দিষ্ট দিনে কে ভালো করবে তার ওপর সব নির্ভর করছে।’
দ্বাদশ বিশ্বকাপে বাংলাদেশের প্রথম ম্যাচ আগামী ২ জুন। প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা।
Discussion about this post