বেশ জমে উঠল ব্রাজিল বিশ্বকাপের সেরা ফুটবলার হওয়ার লড়াই। গোল্ডেন বল জেতার দৌড়ে আছেন দুই সেরা তারকা আর্জেন্টিনার লিওনেল মেসি আর ব্রাজিলের নেইমার। নেদারল্যান্ডসের আরিয়েন রবেন এবং কলম্বিয়ার জেমস রদ্রিগুয়েজও আছেন লড়াইয়ে।
সংক্ষিপ্ত তালিকায় আরো আছেন-ব্রাজিলকে বিধ্বস্ত করে জার্মানির টমাস মুলার, ফিলিপ লাম, টনি ক্রুস এবং মাটস হুমেলস। আর্জেন্টিনার মেসি ছাড়াও তালিকায় আছেন অ্যাঞ্জেল ডি মারিয়া ও হাভিয়ের মাসচেরানো।
শুক্রবার ফিফা ১০ জনের তালিকা ঘোষণা করে।
জানা গেছে অ্যাডিডাস গোল্ডেন বল বিজয়ীর নাম ঘোষণা করা হবে রোববার মারাকানা স্টেডিয়ামে ফাইনাল ম্যাচের পর।
শিরোপা লড়াইয়ে মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা-জার্মানি। খেলা শুরু হবে বাংলাদেশ সময় রাত ১টায়।
Discussion about this post