বিশ্বকাপ ক্রিকেটের বদলে যাওয়া ফরম্যাটে লাভবান হচ্ছে বাংলাদেশ। তাইতো বেশ খুশি দলের তারকা ক্রিকেটার তামিম ইকবাল। ১০ দলের অংশগ্রহণে আগামী বছরের ৩০ মে ইংল্যান্ডে শুরু হবে বিশ্বকাপ। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) ঘোষণা সূচিটাও জানিয়ে দিয়েছে।যেখানে নেই কোন গ্রুপ। ২০১৯ বিশ্বকাপে সব দল খেলবে সবার সঙ্গে। পয়েন্ট টেবিলে এগিয়ে থাকা চার দল জায়গা পারে সেমি-ফাইনালে। এরই সুফলে প্রাথমিক পর্বেই ৯টি ম্যাচ খেলার সুযোগ বাংলাদেশের সামনে।
এই ফরম্যাট বাংলাদেশের জন্য উপকারই হবে বলে মন করছেন তামিম। তিনি বলেন, ‘দেখুন, ব্যক্তিগতভাবে খুবই রোমাঞ্চিত। একটা টুর্নামেন্টে সবার সঙ্গে খেলা, এই সুযোগ আমরা পাব। প্রতিটি টেস্ট খেলুড়ে দেশের সঙ্গে খেলা হবে। ফরম্যাট নিয়ে ব্যক্তিগতভাবে রোমাঞ্চিত। এটা এমন ফরম্যাট, যদি কোনো দল শিরোপা জিততে চায় পুরো টুর্নামেন্ট জুড়ে সেই দলকে ভালো খেলতে হবে। প্রতিটি দলকে কঠোর পরিশ্রম করতে হবে। ফরম্যাটটা চ্যালেঞ্জিং হবে। মাঠে নামতে উন্মুখ হয়ে আছি আমি।’
সেমিফাইনালে যেতে হলে অন্তত ৫টি ম্যাচ জিততে হবে। শনিবার তামিম বলছিলেন, ‘গ্রুপ থাকলে বোঝা যায় কটা ম্যাচ আমাদের জিততে হবে কোয়ালিফাই করতে। গ্রুপে এক-দুইটা ম্যাচ জিতলে কোয়ালিফাই করা সম্ভব। কিন্তু এখানে হয়তো ৫-৬টা ম্যাচ জিততে হবে কোয়ালিফাই করতে হবে।’
বিশ্বকাপে বাংলাদেশের মিশন শুরু হবে ২০১৯ সালের ২ জুন। প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা। ৫ জুন নিউজিল্যান্ড ও ৮ জুন স্বাগতিক ইংল্যান্ডের মুখোমুখি হবে টাইগাররা। ১১ জুন মাশরাফিদের লড়তে শ্রীলঙ্কার বিপক্ষে। ১৭ জুন ওয়েস্ট ইন্ডিজ, ২০ জুন অস্ট্রেলিয়া, ২৪ জুন আফগানিস্তান, ২ জুলাই ভারও ও ৫ জুলাই পাকিস্তানের সঙ্গে ম্যাচ টাইগারদের।
Discussion about this post