ওই নতুনের কেতন ওড়ে..ঠিক তাই নতুনের কেতন উড়ছে এবার। বৃহস্পতিবার ঘোষিত হয়েছে টি-টুয়েন্টি বিশ্বকাপের বাংলাদেশ দল। যেখানে প্রথমবারের মতো জায়গা পেয়েছেন একাধিক ক্রিকেটার। যারা উড়াবেন স্বপ্নের ফানুস।
আসছে মাসেই শুরু বিশ্বকাপের মাঠের লড়াই। যেখানে ওমান ও সংযুক্ত আরব আমিরাতে এবারের টি-টুয়েন্টি বিশ্বকাপ শুরু ১৭ অক্টোবর থেকে। রাউন্ড ওয়ান খেলে সুপার টুয়েলভে অংশ নিতে হবে মাহমুদউল্লাহ রিয়াদদের। গ্রুপ বি’তে বাংলাদেশের প্রতিপক্ষ স্কটল্যান্ড, পাপুয়া নিউগিনি ও ওমান। গ্রুপ এ’তে আছে শ্রীলঙ্কা, আয়ারল্যান্ড, নেদারল্যান্ডস ও নামিবিয়া।
১৭ অক্টোবর প্রথম দিনেই মাঠে নামবে বাংলাদেশ দল। যেখানে প্রতিপক্ষ স্কটল্যান্ড। এই ম্যাচেই পথচলা শুরু টাইগারদের। রাউন্ড ওয়ান মানে প্রথম পর্ব উতরাতে পারলে সুপার টুয়েলভ-এ বাংলাদেশের গ্রুপ সঙ্গী হবে ভারত, পাকিস্তান, আফগানিস্তান ও নিউজিল্যান্ড।
এই ছয়জন খেলোয়াড় প্রথমবারের মতো বিশ্বকাপ খেলার সুযোগ পেতে যাচ্ছেন। শামীম ছাড়া প্রথমবার টি-টুয়েন্টি বিশ্বকাপ খেলতে যাচ্ছেন লিটন কুমার দাস, মোহাম্মদ নাঈম শেখ, আফিফ হোসেন, মোহাম্মদ সাইফ উদ্দিন, শরিফুল ইসলাম, শেখ মেহেদি হাসান ও নাসুম আহমেদ।
গত বছর যুব বিশ্বকাপ জয়ী বাংলাদেশ দলের সদস্য ছিলেন শামীম। এবার তিনি যাচ্ছেন আসল বিশ্বকাপে। ২১ বছর বয়সী এই মারকুটে ব্যাটসম্যান ও অফ স্পিনার এখনও পর্যন্ত ৬টি টি-টুয়েন্টি খেলেছেন। গত জুলাইয়ে জিম্বাবুয়ে সফরে অভিষেক। ক্যারিয়ারের দ্বিতীয় টি-টুয়েন্টিতে ১৫ বলে ৩১ রানের অপরাজিত থেকে নজর কাড়েন।
নিউজিল্যান্ড সিরিজের ১৯ সদস্যের দল থেকে বিশ্বকাপ দলে জায়গা পাননি মোসাদ্দেক হোসেন, রুবেল হোসেন, তাইজুল ইসলাম ও আমিনুল ইসলাম বিপ্লব। অবশ্য রুবেল ও আমিনুল ইসলাম বিল্পব অতিরিক্ত হিসেবে দলের সঙ্গে যাচ্ছেন বিশ্বকাপে।
বলা দরকার, চূড়ান্ত দল ঘোষণা করা হলেও কোয়ারেন্টাইন শুরুর পাঁচদিন আগ পর্যন্ত দলে পরির্বতন আনতে পারবে বিসিবি।
বাংলাদেশের বিশ্বকাপ দল
মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, সৌম্য সরকার, লিটন কুমার দাস, আফিফ হোসেন, মোহাম্মদ নাঈম শেখ, নুরুল হাসান সোহান, শামীম হোসেন, মুস্তাফিজুর রহমান, মোহাম্মদ সাইফ উদ্দিন, শরিফুল ইসলাম, শেখ মেহেদি হাসান, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ।
অতিরিক্ত ক্রিকেটার। যারাও যাবেন বিশ্বকাপে: রুবেল হোসেন ও আমিনুল ইসলাম বিপ্লব।
Discussion about this post