সোমবার থেকে শুরু হয়ে গেল বাংলাদেশ ক্রিকেট দলের বিশ্বকাপ প্রস্তুতি। সাকিব আল হাসান এবং তামিম ইকবাল ছাড়া বাকী ক্রিকেটাররা মিরপুর স্টেডিয়ামে রিপোর্টিং করলেন। দুজনই আছেন অস্ট্রেলিয়ায়। সাকিব ব্যস্ত বিগ ব্যাশে খেলা নিয়ে। আর তামিম ইনজুরি কাটিয়ে উঠার চেস্টা করছেন।
নারী নির্যাতন মামলায় কারগার থেকে জামিনে রুবেল হোসেনকে দেখা গেল প্রথম দিনের অনুশীলনে। অভিনেত্রী নাজনীন আকতার হ্যাপীর করা মামলায় কারাগারে যেতে হয়েছিল তাকে। কিন্তু সোমবার হাসিমুখে অনুশীলনে থাকলেন রুবেল।
জানা গেল অস্ট্রেলিয়া যাবার আগে ৯ দিন কঠোর করবেন ক্রিকেটাররা।
এরইমধ্যে ক্রিকেটারদের নিয়ে ব্যস্ত হয়ে উঠেছেন প্রধান কোচ চন্দিকা হাথুরুসিংহে, স্পিন বোলিং কোচ রুয়ান কালপাগে, পেস বোলিং কোচ হিথ স্ট্রিক, ফিল্ডিং কোচ রিচার্ড হ্যালসল, ট্রেনার মারিও ভিল্লাভারায়ন এবং কম্পিউটার বিশ্লেষক নাসির আহমেদ।
অধিনায়ক মাশরাফি তার দল নিয়ে নেমে পড়লেন কঠোর অনুশীলনে।
১৪ ফেব্রুয়ারি থেকে ২৯ মার্চ অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে হবে বিশ্বকাপ।
এ’ গ্রুপে বাংলাদেশ লড়বে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা, আফগানিস্তান এবং স্কটল্যান্ডের সঙ্গে।
বাংলাদেশের দল
তামিম ইকবাল, এনামুল হক, মুমিনুল হক, মাহমুদুল্লাহ রিয়াদ, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, সাব্বির রহমান, নাসির হোসেন, মাশরাফি বিন মুর্তজা, তাইজুল ইসলাম, আরাফাত সানি, রুবেল হোসেন, আল-আমিন হোসেন, তাসকিন আহমেদ এবং সৌম্য সরকার।
Discussion about this post