ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
ত্রিদেশীয় ক্রিকেটে সাফল্য আত্মবিশ্বাসটাই বাড়িয়ে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট দলের। ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে দল পেয়েছে প্রথমবারের মতো কোন বহুজাতিক টুর্নামেন্টের শিরোপা। এই আনন্দের রেশ নিয়েই বিশ্বকাপ মিশনে লেস্টারে অবস্থান করছে বাংলাদেশ দল। ওয়ানডেতে বিশ্বকাপের দলগুলোর মধ্যে গত দেড় বছরে জয়ের হিসেবে তৃতীয় অবস্থানে আছে টাইগাররা।
২০১৮ সালের জানুয়ারি থেকে ২০১৯ সালের ২০ মে! এই সময়ের মধ্যে ওয়ানডেতে জয়ের হিসেবে বাংলাদেশের অবস্থান তৃতীয়। এই সময়টাতে দুটি ত্রিদেশীয় সিরিজ আর এশিয়া কাপ খেলেছে দল। তিনটি টুর্নামেন্টেরই ফাইনালে উঠে শিরোপা জিতেছে একটিতে।
মাশরাফি বিন মুর্তজার নেতৃত্বে ২৭ ওয়ানডে খেলে বাংলাদেশ জিতেছে ১৭ টিতে। হার দশটিতে। জয়ের হিসেবে বাংলাদেশের উপরে আছেইংল্যান্ড ও ভারত। চারে দক্ষিণ আফ্রিকা, পাঁচে অস্ট্রেলিয়া, ছয়ে পাকিস্তান ও সাতে নিউজিল্যান্ডের অবস্থান।
দুইয়ে থাকা ৩৩ ম্যাচে ২২ জিতেছে ভারত। হার ৭ টি। টাই হয়েছে ২টি ম্যাচ। বিশ্বকাপের আগে ওয়ানডেতে সবচেয়ে বাজে অবস্থা শ্রীলঙ্কা দলের। গত দেড় বছরে ২৬ ওয়ানডে খেলে মাত্র ৬ টিতে জিতেছে তারা।
দেশ | মোট ম্যাচ | জয় | পরাজয় | টাই | ফল হয়নি |
ইংল্যান্ড | ৩৫ | ২৪ | ৮ | ০ | ৩ |
ভারত | ৩৩ | ২২ | ৭ | ২ | ০ |
বাংলাদেশ | ২৭ | ১৭ | ১০ | ০ | ০ |
দক্ষিণ আফ্রিকা | ২৭ | ১৭ | ১০ | ০ | ০ |
আফগানিস্তান | ২৭ | ১৫ | ১০ | ১ | ১ |
নিউজিল্যান্ড | ২৪ | ১৫ | ৪ | ০ | ১ |
ওয়েস্ট ইন্ডিজ | ২৮ | ১২ | ১৪ | ১ | ১ |
অস্ট্রেলিয়া | ২৬ | ১১ | ১৫ | ০ | ০ |
পাকিস্তান | ৩৩ | ১০ | ২১ | ০ | ২ |
শ্রীলঙ্কা | ২৫ | ৬ | ১৮ | ০ | ১ |
Discussion about this post