অক্টোবরেই অস্ট্রেলিয়ায় বসবে বিশ্বকাপ। যেখানে সরাসরি সুপার টুয়েলভে খেলবে বাংলাদেশ দল। তার আগে প্রস্তুতিটা ভাল করতে চায় টাইগাররা। কারণ টি-টুয়েন্টিতে এমনিতেই দুঃসময় বাংলাদেশের। তাইতো বিশ্বকাপ আর নিউজিল্যান্ড সফরের আগে দেশের বাইরে প্রস্তুতি ক্যাম্প করার কথা চিন্তা করছে বিসিবি।
নিউজিল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ ও বিশ্বকাপ সামনে রেখে এ পরিকল্পনা বিসিবির। বৃষ্টির কারণে দলের টেকনিক্যাল কনসালট্যান্ট শ্রীধরন শ্রীরামের অধীনে তিন দিনের প্রস্তুতি ক্যাম্প ঠিকঠাক হয়নি। তাই এমন ভাবনা বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের।
মঙ্গলবার দুপুরে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে বিসিবি কার্যালয়ে এসে সভা করেন নাজমুল। এরপর গণমাধ্যমের সঙ্গে বলেন, ‘বৃষ্টির কারণে যে পরিকল্পনা ছিল, শ্রীরাম ক্রিকেটারদের দেখবে, সেটির কিছুই হচ্ছে না। এ কারণে অন্য জায়গায় ক্যাম্প করার চিন্তা করছি। সম্ভাব্য জায়গা দেখা হচ্ছে, আগামীকালের মধ্যেই জানিয়ে দেওয়া হবে।’
পাপন আরও বলেন, ‘ত্রিদেশীয় সিরিজের আগে বিদেশের মাটিতে আমরা একটা ক্যাম্প করতে চাই। ক্যাম্পটা কোথায় হতে পারে, সেটা নিয়েই আমরা আলোচনা করছি। আজকে এখানে বসে আমরা সিদ্ধান্ত নিয়েছি, আমরা এক্সপ্লোর করব। এরই মধ্যে আমরা দুই-তিনটা দেশের সাথে আলাপ করেছি। আশা করি, কালকের মধ্যে জানাতে পারব।’
বলা হচ্ছে-ক্যাম্পের জন্য সিঙ্গাপুর বা সংযুক্ত আরব আমিরাতের কথা ভাবা হচ্ছে। যেখানে প্রস্তুতি ম্যাচও খেলতে পারে বাংলাদেশ দল।
নিউজিল্যান্ডে বাংলাদেশ দল যাবে আগামী ২ অক্টোবর। ৭ অক্টোবর শুরু হবে নিউজিল্যান্ড-পাকিস্তান-বাংলাদেশকে নিয়ে সেখানে হবে ত্রিদেশীয় সিরিজ।
Discussion about this post