ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
২০১৯ বিশ্বকাপের আগে আয়ারল্যান্ড সফরে যাচ্ছে বাংলাদেশ। সেখানেত্রিদেশীয় সিরিজে লড়বে টাইগাররা। এবার চূড়ান্ত হয়েছে সেই টুর্নামেন্টের সূচি। শুরুতেই টাইগাররা প্রতিপক্ষ হিসেবে পাচ্ছে ওয়েস্ট ইন্ডিজকে।
আয়ারল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের ম্যাচ দিয়ে টুর্নামেন্ট শুরু আসছে বছরের ৫ মে। বাংলাদেশের প্রথম ম্যাচ ৭ মে, প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ। টুর্নামেন্টের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে ডাবলিনের দুই মাঠ ক্লোনটার্ফ ক্রিকেট ক্লাব ও ম্যালাহাইড ক্রিকেট ক্লাব মাঠে।
ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশের দ্বিতীয় ম্যাচ ৯ মে। ১৩ মে আবার মাশরাফির দলের প্রতিপক্ষ ক্যারিবিয়ানরা, ১৫ মে আইরিশরা। শীর্ষ দু্ই দলকে নিয়ে ফাইনাল ১৭ মে।
এর আগে ১ মে দেশ ছাড়বে বাংলাদেশ। আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ শেষে দল ইংল্যান্ডে যাবে। বিশ্বকাপের আগে প্রস্তুতি ক্যাম্প হবে লেস্টারে। বিশ্বকাপের মূল লড়াই শুরু ৩০ মে। ২ জুন লন্ডনে দক্ষিণ আফ্রিকার ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু হবে বাংলাদেশের।
তারপর নিউজিল্যান্ড, ইংল্যান্ড, শ্রীলঙ্কা, ওয়েস্ট ইন্ডিজ, আফগানিস্তান, ভারতও পাকিস্তানের বিপক্ষে লড়বে বাংলাদেশ।
ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের সূচি-
তারিখ ম্যাচ ভেন্যু
৫ মে আয়ারল্যান্ড বনাম ওয়েস্ট ইন্ডিজ ক্লনটার্ফ ক্রিকেট ক্লাব
৭ মে ওয়েস্ট ইন্ডিজ বনাম বাংলাদেশ ক্লনটার্ফ ক্রিকেট ক্লাব
৯ মে আয়ারল্যান্ড বনাম বাংলাদেশ মালাহাইড ক্রিকেট ক্লাব
১১ মে আয়ারল্যান্ড বনাম ওয়েস্ট ইন্ডিজ মালাহাইড ক্রিকেট ক্লাব
১৩ মে ওয়েস্ট ইন্ডিজ বনাম বাংলাদেশ মালাহাইড ক্রিকেট ক্লাব
১৫ মে বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড ক্লনটার্ফ ক্রিকেট ক্লাব
১৭ মে ফাইনাল মালাহাইড ক্রিকেট ক্লাব
Discussion about this post