তারকা খ্যাতিতে মহেন্দ্র সিং ধোনির চেয়ে শচীন টেন্ডুলকার পিছিয়ে পড়েছেন অনেক আগেই। এবার ধানির মতো মহাতারকাকেও পেছনে ফেললেন বিরাট কোহলি! তাকে ঘিরেই এখন স্পন্সরদের লম্বা লাইন। তিনিই বিজ্ঞাপনের বাজার থেকে ভারতের সবচেয়ে বেশি আয় করা ক্রিকেটার। নতুন কয়েকটি চুক্তির আগেই বছরে তার অ্যাকাউন্টে জমা পড়েছে ৪০ কোটি রুপিরও বেশি অর্থ! এবার আয়ের অঙ্কটা ১০০ কোটি রুপির কাছাকাছি চলে যাবে বলে ধারণা করছে তার এজেন্ট।
এর মধ্যে জার্মানির ক্রীড়াসামগ্রী প্রস্তুতকারক প্রতিষ্ঠান অ্যাডিডাস তাকে দেবে ১০ কোটি রুপি। তাদের সঙ্গে ভারতীয় এ তারকা ক্রিকেটারের চুক্তি হয়ে গেল গত পরশু। তিন বছরে ৩০ কোটি রুপি পাবেন তিনি। ২৫ বছর বয়সী এ ক্রিকেটার একটি টায়ার প্রতিষ্ঠানের সঙ্গেও চুক্তি সেরে নিয়েছেন, যা থেকে বছরে সাড়ে ৬ কোটি রুপি আয় হবে তার।
১৩টি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি রয়েছে কোহলির। যার মধ্যে রয়েছে অ্যাডিডাস, পেপসি, টয়োটা ছাড়াও সিনথলের মতো নামি প্রতিষ্ঠান। সবাই ২০১৫ সালের বিশ্বকাপের কথা ভেবেই চুক্তিগুলো করছেন। ধারণা করা হচ্ছে সেই বিশ্বকাপে ভারতের নেতৃত্ব দিতে পারেন কোহলি।
Discussion about this post