ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
গত কিছুদিন ধরেই বিরাট কোহলিকে নিয়ে সরব তিনি। এমন কী ভারত অধিনায়কের পারফরম্যান্স খারাপ হলেও তার স্ত্রী আনুশকা শর্মাকে দোষ দিতে পিছপা হচ্ছেন না সুনীল গাভাস্কার। ফের নতুন ইস্যুতে মুখ খুললেন ভারতের সা্কে এই অধিনায়ক। সবার চোখে আঙুল দিয়ে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের কর্তাদের দ্বৈত নীতি দেখিয়ে দিলেন।
সন্তান জন্মের সময় স্ত্রীর পাশে থাকতে ছুটি পেলেন বিরাট কোহলি। ভারতীয় অধিনায়ককে ছুটি দিলেও থাঙ্গারাসু নাটরাজন নভেম্বরের শুরুতে বাবা হলেও এদেখতে পারেন নি সন্তানের মুখ। এখন এই পেস বোলার অস্ট্রেলিয়াতে দলের সঙ্গে আছেন নেট বোলার হিসেবে। দলের কর্তাদের এমন বৈষম্যমূল্যক আচরণ নিয়ে প্রশ্ন তুললেন গাভাস্কার।
স্পোর্টস্টারে লেখা কলামে গাভাস্কার জানান, ‘আরেকজন ক্রিকেটারও দলের নীতি নিয়ে প্রশ্ন তুলতে পারে। সে হলো নাটরাজন। এ বাঁহাতি ইয়র্কার স্পেশালিস্ট অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টুয়েন্টি সিরিজে দুর্দান্ত বল করেছে। আইপিএলের প্লে অফ চলার সময় (৬ নভেম্বর) বাবা হয়েছে ও। কিন্তু সংযুক্ত আরব আমিরাত থেকেই তাকে সরাসরি অস্ট্রেলিয়ায় নেওয়া হয়। সফরে সীমিত ওভারের সিরিজে দারুণ খেলেছে। এরপর টেস্ট সিরিজের জন্য তাকে রেখে দেওয়া হয়েছে। এখন তো দেখছি নেট বোলার হিসেবে আছে।’
বোর্ড ও টিম ম্যানেজমেন্টের সমালোচনা করে গাভাস্কার আরও বলেন, ‘একজন ম্যাচ জেতানো বোলার, অন্য সংস্করণে হলেও তাকে নেট বোলার হিসেবে রেখে দেওয়া হয়। সিরিজ শেষে জানুয়ারীর তৃতীয় সপ্তাহে ভারতে ফিরে নিজের মেয়েকে প্রথমবার দেখতে পাবে। অথচ কিনা অধিনায়ক প্রথম টেস্টের পর দেশে ফিরে যাচ্ছে প্রথম সন্তানের জন্মের জন্য! এখন এটাই ভারতীয় ক্রিকেট। আলাদা লোকের জন্য নিয়মও এখানে আলাদা।’
একইসঙ্গে অভিজ্ঞ রবিচন্দ্রন অশ্বিনের সঙ্গে টিম ম্যানেজমেন্টের দ্বৈত নীতি নিয়েও প্রশ্ন তোলেন গাভাস্কার। বলেন, ‘দেখুন, অশ্বিনের বোলি সামর্থ্য নিয়ে কেবল নির্বোধরা প্রশ্ন তুলবে। এরপরও ওকে ভুগতে হচ্ছে। কারণ অশ্বিনের স্পষ্টবাদীতা ও টিম মিটিংয়ে মনের কথা খোলাখুলি বলে ফেলা। অথচ অন্যরা একমত না হলেও মাথা নাড়িয়ে সম্মতি জানায়।
৩৫০ উইকেট শিকারি অশ্বিনের সঙ্গে অন্যায় হচ্ছে বলে মনে করেন গাভাস্কার।
Discussion about this post