তিনি যে সীমিত ওভারের ক্রিকেটে বর্তমানে বাংলাদেশের সেরাদের একজন সেটা বারবারই প্রমান দিয়েছেন। এবার তার স্বীকৃতি দিল ক্রিকেটের সেরা ওয়েবসাইট ইএসপিএন-ক্রিকইনফো।সাব্বির রহমান উঠে আসলেন তাদের সেরা ১০ ব্যাটসম্যানের তালিকায়। যেখানে এই টাইগার ক্রিকেটার আছেন দুই নম্বরে।
গত বছরে যে কোন একটি টি-টোয়েন্টি ম্যাচের সেরা পারফরম্যান্স বিবেচনা করে এই তালিকায় করেছে ইএসপিএন-ক্রিকইনফো। যেখানে শীর্ষ দুইয়ে আছেন সাব্বির। তিনে আছেন আরেক বাংলাদেশি ব্যাটসম্যান মাহমুদউল্লাহ রিয়াদ। তালিকায় শীর্ষে ভারতের বিরাট কোহলি। গত এশিয়া কাপে পাকিস্তানের বিপক্ষে ৪৯ রান করে দলকে এনে দেন দুর্দান্ত এক জয়।
সাব্বিরের সেই এশিয়া কাপে শ্রীলঙ্কার বিপক্ষে ব্যাটে ঝড় তুলেন। ৮০ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেন তিনি। মাহমুদউল্লাহ রিয়াদ একই টুর্নামেন্টে পাকিস্তানের বিপক্ষে ২২ রানের ছোট এক ইনিংস খেলে সেরার তালিকায় উঠে আসেন । কারণ ২৩ বলে যখন ৩৪ রান দরকার তখন পথ দেখিয়েছিল তার ইনিংস।
২০১৬ সালের সেরা টি-টুয়েন্টি ইনিংসের চার নম্বরে আছে ক্রিস গেইলের সেই শতরান। টি-টুয়েন্টি বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের এই ব্যাটসম্যান ইংল্যান্ডের বিপক্ষে সেঞ্চুরি হাঁকান। এরপরই আছেন জো রুট (ইংল্যান্ড)।
চলুন দেখে নেই বাকী তালিকা
ক্রিস গেইল (ওয়েস্ট ইন্ডিজ) ১০০ অপঃ প্রতিপক্ষ ইংল্যান্ড, টি-২০ বিশ্বকাপ, মুম্বাই
# জো রুট (ইংল্যান্ড) ৮৩ প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা, টি-২০ বিশ্বকাপ, মুম্বাই।
# বিরাট কোহলি (ভারত) ৮২× প্রতিপক্ষ অস্ট্রেলিয়া, টি-২০ বিশ্বকাপ, মোহালি।
# লেন্ডল সিমন্স (ওয়েস্ট ইন্ডিজ) ৮২× প্রতিপক্ষ ভারত, টি-২০ বিশ্বকাপ, সেমিফাইনাল, মুম্বাই।
# কার্লোস ব্র্যাথওয়েট (ওয়েস্ট ইন্ডিজ) ৩৪× প্রতিপক্ষ ইংল্যান্ড, টি-২০ বিশ্বকাপ, ফাইনাল, কলকাতা।
# মারলন স্যামুয়েল (ওয়েস্ট ইন্ডিজ) ৮৫× প্রতিপক্ষ ইংল্যান্ড, টি-২০ বিশ্বকাপ, ফাইনাল, কলকাতা।
# গ্লেন ম্যাক্সওয়েল (অস্ট্রেলিয়া) ১৪৫× প্রতিপক্ষ শ্রীলঙ্কা, পাল্লেকেলে।
Discussion about this post