স্পট ফিক্সিংয়ের অভিযোগের কথা শুনতে শুনতে যেন অতিষ্ঠ প্রধান নির্বাচক আকরাম খান। শুধু অতিষ্ঠ নয়; আসলে নিজেরই সতীর্থ ও উত্তরসূরীদের নাম এই বিষয়ে এতো আলোচনায় আসতে দেখে খানিকটা আতঙ্কিতও জাতীয় দলের সাবেক অধিনায়ক। এরই মধ্যে এই ঘটনায় আকরামের সাবেক সতীর্থ মোহাম্মদ রফিক, খালেদ মাসুদ পাইলট, সানোয়ার হোসেনসহ আরো অনেকের নাম এসেছে। এমনকি সংবাদ মাধ্যমে তারই সতীর্থ নির্বাচক হাবিবুল বাশারের নামও আসছে। এসেছে তার সতীর্থ ও উত্তরসূরী মোহাম্মদ আশরাফুল, মাহবুবুল আলম, মোশাররফ হোসেনের নাম। এসব দেখে সাবেক অধিনায়ক ও বর্তমান প্রধান নির্বাচকের অস্বস্তিতেই থাকার কথা।
কাল তাই আকুতি করেই আকরাম বললেন, ‘এটা খুবই দুঃখজনক যে, এ ধরনের নাম আসছে। অভিযোগ প্রমাণিত হওয়ার আগে কারো নাম প্রকাশ করা ঠিক নয়। যারা দোষী তারা অবশ্যই শাস্তি পাবেন। কিন্তু প্রমাণ না হওয়ার আগ পর্যন্ত এ ধরনের নাম বলা ঠিক নয়।’
তবে এসব কিছুর মধ্যে আকরাম খান সবচেয়ে বিস্মিত মোহাম্মদ আশরাফুলের ব্যাপারে। তিনি এখনো বিশ্বাস করতে পারছেন না আশরাফুল এ ধরনের কোন কাজ করতে পারেন। খেলার মাঠে আশরাফুলকে তিনি দেখেছেন, তার কাছে এখনো বিষয়টি অবিশ্বাস্য বলে মনে হচ্ছে। কিন্তু আশরাফুল প্রকাশ্যে স্বীকারোক্তি দেয়ায় বিশ্বাস না করেও উপায় নেই। কাল আক্ষেপ করেই আকরাম বললেন, ‘দেখুন যে দেশে আইকন খেলোয়াড় জন্মায় সে দেশের ক্রিকেট অনেক এগিয়ে যায়। পাকিস্তানের কথাই ধরুন। ইমরান খান, ওয়াসিম আকরাম- ওদের দেখে অনেক ক্রিকেটার বেরিয়ে এসেছে। ভারতের যেমন শচীন আছে। আমাদের দেশে আশরাফুল, তামিম, সাকিব, মাশরাফি সেভাবেই কিন্তু পরিচিত হয়েছে। কিন্তু এখানে এমন একটা ব্যাপার ঘটে গেছে যেটা আসলেই দুঃখজনক।’
স্পট ফিক্সিংয়ের মত কালো ব্যাধিতে খেলোয়াড়রা যেন জড়াতে না পারে এ জন্য আইসিসির দুর্নীতি দমন ইউনিট (আকসু) খেলার আগে ভালো করে বুঝিয়ে দেন। তারপরও খেলোয়াড়রা এরকম ধ্বংসাত্মক কাজে জড়িয়ে পড়লো এটাই যেন বিস্ময় সবার কাছে। জাতীয় দলের সাবেক অধিনায়ক আকরামও তাই মনে করেন, ‘খেলোয়াড়দের সবকিছু জানা উচিত। কি করলে অপরাধ হবে, এটা অবশ্যই জেনে রাখা উচিত।’
সামনে বাংলাদেশ ক্রিকেটের ভরা মৌসুম শুরু হবে। প্রিমিয়ার লিগ ছাড়া অনূর্ধ্ব-১৯-২৩ দলের আন্তর্জাতিক সিরিজ রয়েছে। রয়েছে জাতীয় দলের ক্যাম্প। দেশের মাটিতেও রয়েছে নিউজিল্যান্ডের বিপক্ষে আন্তর্জাতিক সিরিজ। কিন্তু মাত্র এক মাসে স্পট ফিক্সিংয়ে ঘটনাগুলো বাংলাদেশ ক্রিকেটে বিরাট একটা নাড়া দিয়েছে। খেলোয়াড়দের মনেও বিষাক্ত এই বিষ ছড়িয়ে পড়েছে। তবে প্রধান নির্বাচক হিসেবে আকরাম মনে করছেন, খেলোয়াড়রা সবকিছু ভুলতে পারবে, ‘আমাদের ক্রিকেটে এই জিনিসটা ছিল না। সবাই তাই অনেক বেশি দুঃখ পেয়েছে। ক্রিকেটে যেন এটা না হয়, তাই সবারই সজাগ হওয়া উচিত। আমি মনে করি, খেলাধুলার ভেতর দিয়েই সবাই এসব ভুলতে পারবে।’
-স্পোর্টস রিপোর্টার
Discussion about this post