ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
ঘটনা শুক্রবারের। করাচি উড়োজাহাজ দুর্ঘটনার পরই একটা খবর রটে। একটি টুইটে এক ভক্ত লিখেন , ‘করাচিতে উড়োজাহাজ দূর্ঘটনায় মারা গেলেন পাকিস্তানি টেস্ট ক্রিকেটার ইয়াসির শাহ। বিবিসি নিউজ জানিয়েছে এই ক্রিকেটার উড়োজাহাজে ছিলেন।’ এভাবেই মেরে ফেলা হয়েছিল ইয়াসির শাহকে।
ব্যস, ভক্তরাও শুরু করেন হাহাকার। কারণ প্রেক্ষাপট তো সত্য। পাকিস্তান এয়ারলাইন্সের একটি উড়োজাহাজ করাচিতে দূর্ঘটনায় ভষ্মীভূত হলে যেখানে মারা যান ৮০জন। সেই ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ছড়ায়- বিমানটিতে ক্রিকেটার ইয়াসির শাহও ছিলেন। দুর্ঘটনায় মারা গেছেন তিনিও!
পাকিস্তানের এ লেগ স্পিনারের কানেও খবরটা যায়। শুরুতে চুপ থাকলেও এরপরই মুখ খুলেন ৩৪ বছর বয়সী পাকিস্তানের এই ক্রিকেটার। নীরবতা ভাঙ্গতে বাধ্য হন ইয়াসির শাহ। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি লিখেন, ‘সৃষ্টিকর্তাকে ধন্যবাদ। আমি বাড়িতে নিরাপদ আর ভালো আছি। উড়োজাহাজ দুর্ঘটনায় নিহতরা যেনজান্নাতুল ফেরদৌসে স্থান পায় সেই দোয়া করছি।’ অবশ্য এরপর এই টুইটটি মুছে ফেলেন ইয়াসির।
পাকিস্তানের হয়ে ৩৯ টেস্ট আর ২৫ ওয়ানডে ম্যাচ খেলেছেন ইয়াসির শাহ। চলতি বছর ফেব্রুয়ারিতে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজে সবশেষ বার দেখা গেছে এই স্পিনারকে।
Discussion about this post