ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
বেশ আগে থেকেই ছিল শ্বাসকষ্টজনিত সমস্যা। কয়েকদিন ধরে খুব অস্বস্তি বোধ করেছিলেন আমিনুল ইসলাম বিপ্লবের বাবা আবদুল কুদ্দুস। অবস্থা বেশি খারাপ হলে হাসপাতালে ভর্তির চেষ্টা শুরু করেন বিপ্লবের চাচা। কিন্তু কোনো হাসপাতালই ভর্তি নিচ্ছিল না। শেষ পর্যন্ত গতকাল সন্ধ্যায় বাংলাদেশ ওয়ানডে অধিনায়ক তামিম ইকবালের সহায়তায় আমিনুল তার বাবাকে ভর্তি করান মিরপুর হার্ট ফাউন্ডেশনে।
হাসপাতালে ভর্তি হওয়ার পর সতীর্থ ক্রিকেটার ছাড়াও বিসিবি চিকিৎসক দেবাশিষ চৌধুরী ও বোর্ডের কর্মকর্তারা নিয়মিত খবর নিচ্ছেন তার, বাড়িয়ে দিয়েছেন সাহায্যের হাত। এ ব্যাপারে সংবাদ মাধ্যমে বিপ্লব বলেছেন, ‘সবাই খবর নিচ্ছে, বাবার কী অবস্থা জানতে চাচ্ছে, বলছে কোনো সাহায্য লাগবে কিনা! গত দুইদিন বিভিন্ন হাসপাতালে ঘুরেছি, সবাই টেস্ট দেয় কিন্তু ভর্তি নেয় না। তামিম ভাইয়ের সহায়তায় হার্ট ফাউন্ডেশনে বুধবার সন্ধ্যায় বাবাকে ভর্তি করিয়েছি।’
বিপ্লব আরও বলেন, ‘টেস্টের রিপোর্ট দেখে প্রাথমিকভাবে ডাক্তার ধারণা করছেন হার্টের সমস্যা। খুব ভড়কে গিয়েছিলাম। এখন নিজেকে ভাগ্যবানই মনে হচ্ছে আসলে। বিসিবির সবাই যেভাবে এগিয়ে এসেছে তাতে করে সাহস পাচ্ছি।’
গত মার্চে যে ২৭ ক্রিকেটার এক মাসের বেতনের অর্ধেক দিয়ে ২৭ লাখ টাকার তহবিল গঠন করেছিলেন করোনার সময় মানুষের পাশে দাঁড়ানোর, আমিনুল তাদের একজন। কিন্তু এখন সেই তিনিই আবার বুঝতে পারছেন বাস্তব কতটা কঠিন।
বিপ্লবের বাবাকে আপাতত হাসপাতালে আইসোলেশনে রাখা হয়েছে। বৃহস্পতিবার সকালে করোনা পরীক্ষার নমুনা সংগ্রহ করা হয়েছে। ডাক্তার অনুমান করছেন হার্টের সমস্যা থেকে শ্বাসকষ্ট হতে পারে।
Discussion about this post