ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
আগেই ঘোষণা হয়েছে এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) থাকছে না কোন ফ্রাঞ্চাইজি। সব দল বিসিবির অধীনেই খেলবে টুর্নামেন্টে। পাল্টে যাচ্ছে নামটাও-বঙ্গবন্ধু বিপিএল! প্রযুক্তিতেও বিপ্লবের ইঙ্গিত থাকছে। কিন্তু
গত কিছুদিন ধরেই গুঞ্জন শেণা যাচ্ছে আগামী ডিসেম্বরে বিপিএল হবে তো?
ক্যাসিনো কেলেঙ্কারির পর দেশের ক্রীড়াঙ্গণ এখন উত্তাল। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) একজন পরিচালকও অভিযুক্ত। বিসিবির পরিচালক লোকমান হোসেন ভূঁইয়া আইন শৃঙ্খলারক্ষাকারী বাহিনীর হাতে গ্রেফতার হয়েছেন। সব মিলিয়ে প্রশ্ন উঠছে ক্যাসিনো কেলেঙ্কারির উত্তাপ কী লাগল বিপিএলের গায়ে?
তবে সেটা যাই হোক, বিসিবির আরেক পরিচালক আকরাম যা বললেন তাতে-বিপিএলের আসছে আসরের ভবিষৎ বড় শঙ্কায়!
আগামী ৬ ডিসেম্বর থেকে বিপিএল শুরু হওয়ার কথা। অবশ্য এ পর্যন্ত ঘরোয়া টি- টুয়েন্টির এই টুর্নামেন্টের শুধু শুরুর তারিখটা বাদে আর কোনকিছুই ঠিক করা যায়নি। খেলোয়াড়দের ড্রাফটের বিষয়টি এখনো আলোচনায় নেই। আকরাম জানালেন, ‘হাতে থাকা দু’মাসের সময়টা এখন অনেক টাইট হয়ে গেছে!’
গণমাধ্যমে আকরাম বলেন, ‘বিপিএল নিয়ে পেছনের এক সপ্তাহ কোন আলোচনা হয়নি। এখনো অবশ্য বিপিএল শুরুর জন্য হাতে সময় আছে দুমাস। হয়তো বা সামনের সপ্তাহখানেকের মধ্যেই বোঝা যাবে কী দাঁড়াচ্ছে। যা সিদ্ধান্ত নেয়ার সেটা আমাদেরকে অল্পদিনের মধ্যেই নিতে হবে। যদি বিপিএল করতে হয়, তবে সেটা পূর্ব নির্ধারিত সময়ের মধ্যেই করতে হবে। নইলে কঠিন হয়ে পড়বে। সময় আর পাওয়া যাবে না।’
Discussion about this post