শেষ হয়ে গেল বাংলাদেশ প্রিমিয়ার ক্রিকেট লিগ (বিপিএল)। সাত দলের এই লড়াই শেষে সেরা একাদশ নির্বাচন করেছে ক্রিকেটের নির্ভরেযাগ্য ওয়েবসাইট ইএসপিএন-ক্রিকইনফো। এই দলে আছেন বাংলাদেশের চার ক্রিকেটার মাশরাফি বিন মুর্তজা, সাকিব আল, মাহমুদউল্লাহ রিয়াদ ও মোহাম্মদ মিথুন। মুলত বিদেশীদের সংখ্যাটাই এখানে বেশি। তবে অধিনায়ক চ্যাম্পিয়ন রংপুর রাইডার্সের নেতা মাশরাফিই।
বিদেশী ক্রিকেটারদের মধ্য দলে রয়েছেন- ক্রিস গেইল, এভিন লুইস, সিকান্দার রাজা, কার্লোস ব্রাথওয়েট, সুনিল নারিন, হাসান আলি ও রশিদ খান।
টুর্নামেন্টে পারফরম্যান্স বিশ্লেষন করে ইএসপিএন-ক্রিকইনফো সেরা একাদশ করেছে। সংগত হিসেবেই ওপেনার হিসেবে আছেন রংপুরের ক্রিস গেইল (১১ ম্যাচে ৪৮৫ রান) ও ও ঢাকার এভিন লুইসের (১২ ম্যাচে ৩৯৬ রান)।
মিথুন রয়েছেন ব্যাটিং লাইন আপের তিনে। রংপুরের হয়ে ১৫ ম্যাচে ১১৭.৫০ স্ট্রাইক রেটে করেন ৩২৯ রান। চার নম্বরে সিকান্দার রাজা। চিটাগং ভাইকিংসের এই জিম্বাবুইয়ান ১১ ম্যাচে ২৭৮ রান করেছেন। মাহমুদউল্লাহ রিয়াদ রিয়াদ ব্যাটিং অর্ডারের পাঁচ নম্বরে। খুলনা টাইটান্সের অধিনায়ক এ অধিনায়ক ১২ ম্যাচে করেন ২৭৮ রান।
খুলনার কার্লোস ব্রাথওয়েট ১২ ম্যাচে ১৫৮.১৮ স্ট্রাইক রেটে ২৫০ রান নিয়ে আছেন একাদশে।
সাকিব আল হাসান ১৩ ম্যাচে ঢাকার অধিনায়ক ২১১ রানের পাশাপাশি নেন সর্বোচ্চ ২২ উইকেট। সাত নম্বরে এ অলরাউন্ডার। ১২ ম্যাচে ২০০ রানের পাশাপাশি ১১ উইকেট নিয়ে সুনিল নারিন বিপিএল সেরা একাদশে জায়গা পেলেন।
বিপিএল সেরা একাদশের নেতৃত্বে মাশরাফি বিন মুর্তজা। এবার ১৪ ম্যাচে ১৫ উইকেট নিয়েছেন এ পেসার। হাসান আলি ৯ ম্যাচে ১৬ উইকেট জায়গা পেলেন একাদশে। এছাড়া দলে আছেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের রশিদ খান। ৭ ম্যাচে এ লেগ স্পিনার ৪.৪৬ নিয়েছেন ৬ উইকেট।
Discussion about this post