বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) এখন শেষের পথে। চূড়ান্ত হয়ে গেছে প্লে-অফের চার দল। বিদায় নিশ্চিত হয়েছে বাকি দলের। লড়াইটাও বেশ জমে উঠেছে। এখন ফাইনালে চোখ চার দলের।
এ অবস্থায় এক ম্যাচ বাকি থাকা ঢাকা ডমিনেটর্স ৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের পাঁচ নম্বরে। চতুর্থ স্থানে থাকা রংপুরের অর্জন ১২ পয়েন্ট। এ অবস্থায় নাসির হোসেনের দল পরের ম্যাচে জিতলেও রংপুরকে পেছনে ফেলতে পারবে না। খুলনা টাইগার্সের ২ ও চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের ৩টি ম্যাচ বাকি থাকলেও দুদলেরই পয়েন্ট ৪। খুলনা বাকি ২ ম্যাচে ও চট্টগ্রাম ৩ ম্যাচে জিতলেও রংপুরকে ছুঁতে পারবে না।
চলতি বিপিএলে প্লে অফ নিশ্চিত করেছে তাই মাশরাফি বিন মর্তুজার সিলেট, সাকিব আল হাসানের বরিশাল, ইমরুল কায়েসের কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও নুরুল হাসান সোহানের রংপুর রাইডার্স। শেষ চার নিশ্চিত হলেও এখনও নিশ্চিত হয়নি ক্রম অনুযায়ী কোন দল শেষ পর্যন্ত সেরা চারে থাকছে। সিলেট ও বরিশালের এখনও দুটি করে ম্যাচ বাকি। গতবারের চ্যাম্পিয়ন কুমিল্লা এবং ঢাকাকে হারিয়ে শেষ চার নিশ্চিত করা রংপুরের বাকি তিন করে ম্যাচ।
এ অবস্থায় ১০ ম্যাচ খেলে ১৬ পয়েন্ট নিয়ে সবার উপরে অবস্থান করছে সিলেট স্ট্রাইকার্স। সমান ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে দুইয়ে ফরচুন বরিশাল। ৯ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে রানরেটে এগিয়ে থেকে টেবিলের তিনে কুমিল্লা ভিক্টোরিয়ান্স, সমান পয়েন্টে এরপরই রংপুর রাইডার্স।
Discussion about this post