আসছে বছরের শুরুতেই সরগরম হয়ে উঠবে বাংলাদেশ ক্রিকেট। শুরু হবে চার-ছক্কার ক্রিকেট। বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) শুরু হচ্ছে ৬ জানুয়ারি। বাংলাদেশের ফ্রাঞ্চাইজি ক্রিকেটের এটি নবম আসর। যেখানে এবার অংশ নেবে সাতটি দল।
প্রথম দিনই মাঠে নামবে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ও সিলেট স্ট্রাইকার্স। দিনের দ্বিতীয় ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের প্রতিপক্ষ রংপুর রাইডার্স।
বিসিবি এবারের বিপিএলের সূচি ঘোষণা করেছে। যেখানে দেখা যাচ্ছে সাত দলের টুর্নামেন্টে হবে মোট ৪৫টি ম্যাচ। আগেরবারের মতোই বিপিএল হবে তিন ভেন্যুতে-ঢাকার মিরপুর, চট্টগ্রাম ও সিলেটে।
প্রথম পর্বে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ৬ জানুয়ারি শুরু হয়ে খেলা চলবে ১০ জানুয়ারি অব্দি। তারপর চট্টগ্রামে শুরু ১৩ জানুয়ারি থেকে। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ম্যাচ ১২টি। ২০ জানুয়ারি চট্টগ্রাম পর্ব শেষ হবে। ২৩ ও ২৪ জানুয়ারিতে ঢাকায় ম্যাচ তারপর বিপিএল সিলেটে।
২৭ জানুয়ারি থেকে খেলা হবে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে। খেলা চণবে ৩১ জানুয়ারি অব্দি। ৩ ফেব্রুয়ারি ফের ঢাকায়। টুর্নামেন্টের এলিমিনেটর ও প্রথম কোয়ালিফায়ার ম্যাচ ১২ ফেব্রুয়ারি। দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচ ১৪ ফেব্রুয়ারি। ফাইনাল ১৬ ফেব্রুয়ারি।
এবারের বিপিএলের দিনের প্রথম ম্যাচ শুরু হবে দুপুর দুইটায়। পরেরটি সন্ধ্যা ৭টায়। শুক্রবার প্রথম ম্যাচটি শুরু হবে দুপুর আড়াইটায়, পরেরটি সন্ধ্যা সোয়া ৭টায়।
Discussion about this post