বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) পরবর্তী আসরকে সামনে রেখে দল মালিকানা নিয়ে শেষ পর্যায়ের প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সব মিলিয়ে ১১টি প্রতিষ্ঠান দল গঠনে আগ্রহ প্রকাশ করেছিল, যাদের মধ্যে থেকে প্রাথমিকভাবে আলোচনার জন্য ৯টি প্রতিষ্ঠানকে আমন্ত্রণ জানানো হয় গত বৃহস্পতিবার। তবে এবার চূড়ান্ত তালিকা থেকে বাদ পড়েছে আরও কয়েকটি নাম, যার মধ্যে রয়েছে খুলনা টাইগার্সের মালিকানাধীন মাইন্ড ট্রিও ও নোয়াখালির নামে দল নিতে আগ্রহী বাংলা মার্ক।
বিসিবির পক্ষ থেকে জানানো হয়েছে, কিছু প্রতিষ্ঠান প্রাথমিক শর্ত পূরণে ব্যর্থ হওয়ায় তারা চূড়ান্ত পর্যায়ে পৌঁছাতে পারেনি। বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইফতেখার রহমান মিঠু বলেন, ‘১১টা থেকে ৮টা করা হয়েছে। আমাদের চার্টার্ড অ্যাকাউন্টেন্ট কোম্পানি তাদের জমা দেওয়া নথিপত্র মূল্যায়ন করেছে। তিনটি কোম্পানির ডকুমেন্টেশনে ঘাটতি ছিল বলে তারা কোয়ালিফাই করতে পারেনি।’
তিনি আরও জানান, প্রাথমিক যাচাই-বাছাই এবং মূল্যায়ন প্রক্রিয়া শেষে বিপিএল গভর্নিং কাউন্সিলের আইন বিভাগ, লিগ্যাল কনসালটেন্সি ফার্ম এবং চার্টার্ড অ্যাকাউন্টেন্ট ফার্ম মিলে ইওআই অংশগ্রহণকারীদের নথি পর্যালোচনা করেছে। এই প্রক্রিয়ায় এসকিউ স্পোর্টস এন্টারপ্রাইজ, বাংলা মার্ক লিমিটেড, মাইন্ড ট্রি ও রূপসী কনক্রিট লিমিটেড কনসোর্টিয়ামকে অযোগ্য ঘোষণা করা হয়েছে।
আগে থেকেই ধারণা করা হচ্ছিল যে চিটাগং কিংস ও নতুন আবেদনকারী দেশ ট্রাভেলস দল পাবে না। তবে খুলনা টাইগার্সের মালিকানা প্রতিষ্ঠান মাইন্ড ট্রিওর বাদ পড়া ছিল কিছুটা অপ্রত্যাশিত, কারণ তাদের দলে বিনিয়োগ ও অংশগ্রহণ ছিল দীর্ঘদিনের। তবে বিসিবির তরফ থেকে এখনও জানানো হয়নি তাদের অযোগ্যতার নির্দিষ্ট কারণ।
সবশেষে, ৪ নভেম্বর আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে যোগ্য অংশগ্রহণকারীদের তালিকা।









Discussion about this post