ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
বঙ্গবন্ধু বিপিএল উৎসব এবার সিলেটে। বৃহস্পতিবার সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে শুরু হবে টি-টুয়েন্টি এই টুর্নামেন্টের নতুন পর্ব। চলবে ৪ জানুয়ারি পর্যন্ত।
এরপর ৭ জানুয়ারি মিরপুরের শেরেবাংলায় ফিরবে বঙ্গবন্ধু বিপিএল। তার আগে সেরার লড়াইয়ে আছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স, ঢাকা প্লাটুন, খুলনা টাইগার্স, জশাহী রয্যালস। টিকে আছে কুমিল্লা-রংপুরও।
বিপিএলের পয়েন্ট টেবিল
দল ম্যাচ জয় হার পয়েন্ট নেট রানরেট
চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ৯ ৬ ৩ ১২ ০.০৮৭
খুলনা টাইগার্স ৭ ৫ ২ ১০ ০.৭৪২
ঢাকা প্লাটুন ৮ ৫ ৩ ১০ ০.৫৭২
রাজশাহী রয়্যালস ৮ ৫ ৩ ১০ ০.১২৪
কুমিল্লা ওয়ারিয়র্স ৮ ৩ ৫ ৬ ০.২৩৭
রংপুর রেঞ্জার্স ৮ ৩ ৫ ৬ -০.৯৮৮
সিলেট থান্ডার ৮ ১ ৭ ২ -০.৬৭৮
Discussion about this post