বিপিএলের ১১তম আসরের চট্টগ্রাম পর্বের খেলা শেষ হয়েছে। গ্রুপ পর্বের ৪২ ম্যাচের মধ্যে ইতোমধ্যেই ৩২টি ম্যাচ সম্পন্ন হয়েছে। পয়েন্ট টেবিলের লড়াই এখন তুঙ্গে। রংপুর রাইডার্স ইতোমধ্যেই প্লে-অফ নিশ্চিত করেছে। যদিও কাগজে-কলমে কোনো দলই এখনো বাদ পড়েনি, তবে টানা চার ম্যাচ হেরে সিলেট স্ট্রাইকার্স নিজেদের প্লে-অফ খেলার সমীকরণ বেশ কঠিন করে ফেলেছে।
৯ ম্যাচে ৮ জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে নুরুল হাসান সোহানের নেতৃত্বাধীন রংপুর রাইডার্স। তামিম ইকবালের ফরচুন বরিশাল ৮ ম্যাচে ৬ জয় নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে। চিটাগং কিংস ১০ ম্যাচে ৫ জয়ে ১০ পয়েন্ট নিয়ে তৃতীয় অবস্থানে।
খুলনা টাইগার্স ৯ ম্যাচে ৪টি জিতে ৮ পয়েন্ট নিয়ে টেবিলের চতুর্থ স্থানে উঠে এসেছে। তাদের সমান পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে রয়েছে তাসকিন আহমেদের দুর্বার রাজশাহী। চট্টগ্রাম পর্বে ৩ ম্যাচের মধ্যে ২টি জিতে ঢাকা ক্যাপিটালসও প্লে-অফ খেলার দৌড়ে টিকে আছে।
১০ ম্যাচে ৬টি হার ও ৪টি জয়ে রাজশাহীর সংগ্রহ ৮ পয়েন্ট। ঢাকার সংগ্রহ ৬ পয়েন্ট এবং সিলেট ৯ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের তলানিতে অবস্থান করছে।
বিপিএল পয়েন্ট টেবিল
দল ম্যাচ জয় হার পয়েন্ট নেট রান
রংপুর রাইডার্স ৯ ৮ ১ ১৬ +১.২২৩
ফরচুন বরিশাল ৮ ৬ ২ ১২ +০.৯৯৩
চিটাগাং কিংস ৯ ৫ ৪ ১০ +১.০৪৫
খুলনা টাইগার্স ৯ ৪ ৫ ৮ -০.১৪৮
দুর্বার রাজশাহী ১০ ৪ ৬ ৮ -১.৪০০
ঢাকা ক্যাপিটাল ১০ ৩ ৭ ৬ -০.১৫৬
সিলেট স্ট্রাইকার্স ৯ ২ ৭ ৪ -১.২৪৮
Discussion about this post