বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ভবিষ্যতে আর হবে কিনা এনিয়ে শঙ্কা বেশ কিছুদিন ধরেই! মোহাম্মদ আশরাফুল ম্যাচ গড়াপেটার কথা স্বীকার করে নেওয়ার পর থেকেই গুঞ্জন-এই টুর্নামেন্ট বুঝি আর হচ্ছে না! বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নতুন কমিটি বিপিএল করতে পারবে কিনা এনিয়ে অনেকেই সন্দেহ প্রকাশ করছে? বোর্ড প্রধান নাজমুল হাসান পাপনও এ টুর্নামেন্টের ভবিষ্যত নিয়ে শংকিত। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের সভা থেকে ফিরে বৃহস্পতিবার যেমনটা বলছিলেন তিনি, ’ এটা ঠিক, বিপিএল নিয়ে ঝামেলাটা আছে। ট্রাইব্যুনাল গঠন হয়ে গেছে। শিগগিরই কাজ শুরু হয়ে যাবে। এটা একটা খুবই গুরুত্বপূর্ণ ইস্যু। আমরা চাচ্ছি বিপিএলটা বিশ্বকাপের আগেই করতে। নিউজিল্যান্ড সিরিজের পর শ্রীলঙ্কার সাথে ট্যুর আছে। এশিয়া কাপ আছে। কিন্তু আমাদের টি-টোয়েন্টি হচ্ছে না। এজন্য আমরা চাচ্ছি বিপিএলটা হোক। বিপিএল হতে গেলে অবশ্যই গত বিপিএলে যে সমস্যাগুলো হয়েছে সেগুলোর সমাধান করতেই হবে। সেগুলো না হলে কী করবো। আমরা জানি না এগুলো শেষ করতে কতদিন সময় লাগবে। যদি কোনো কারণে বিপিএল অনুষ্ঠান করতে না পারি তাহলে অবশ্যই বিকল্প কোনো টুর্নামেন্ট চালু করতে হবে। যাতে আমাদের টি-টুয়েন্টি অনুশীলন হয়ে যায়।’
এর মানে বিপিএলের বিকল্প ভাবতে শুরু করেছে ক্রিকেট বোর্ড।
Discussion about this post