বাংলাদেশ ক্রিকেট এখন কোন পথে হাটছে? প্রশ্নটা উঠতেই পারে! বিপিএলের ২০ ওভারের ‘চানাচুর’ ক্রিকেট আদৌ ভাল কিছু বয়ে আনছে কীনা পুরনো সেই বিতর্কটাও ফিরে এসেছে। কেননা, এই ক্রিকেটে যে এখন আর শুধুই ক্রিকেটে থাকছে না।
টি-টুয়েন্টি ক্রিকেটে চার-ছক্কার সঙ্গে চলে এসেছে ডিজে আর ভিজে’দের পরিবেশনা। নাচ-গান! যা থাকছে এই বিপিএলেও। চতুর্থ আসরে নতুন করে এসেছে পার্টি সংস্কৃতি। ম্যাচ জেতার গভীর রাত পর্যন্ত বিপিএলের দলগুলো আনন্দ আয়োজনে মেতে থাকে। আর এই ব্যাপারটা মানে পার্টি আয়োজন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) প্রশ্রয়ে হচ্ছে।
এনিয়ে বিপিএল আয়োজকদের শীর্ষ এক কর্তা ব্যাক্তি বলেছেন, ‘পার্টি বন্ধ বা পার্টির প্রতি নেতিবাচক মনোভাব আমাদের নেই। পার্টি সংস্কৃতিটা টি-টুয়েন্টি ফরম্যাটকে ঘিরে সব সময়ই আছে। পার্টি বন্ধ বা এর প্রতি নেতিবাচক মনোভাব নেই।’
যদিও সেই পার্টি যেন সীমা না ছাড়িয়ে সে ব্যাপারে সজাগ বিসিবি। এরইমধ্যে মাঠের বাইরের কেলেঙ্কারিতে জড়িয়ে শাস্তি পেয়েছেন সাব্বির রহমান ও আল আমিন হোসেন। সাব্বিরকে পারিশ্রমিকের ৩০ শতাংশ এবং আল-আমিনকে পারিশ্রমিকের ৫০ শতাংশ জরিমানা করা হয়। এবার এ+ ক্যাটাগরির ক্রিকেটার হিসেবে সাব্বিরের পারিশ্রমিক ৪০ লাখ টাকা। তার প্রায় ১৩ লাখ টাকা কাটা হবে। আল আমিন এ ক্যাটাগরিতে থাকায় পারিশ্রমিক ২৫ লাখ টাকা। ৫০ ভাগ কাটার অর্থ সাড়ে ১২ লাখ টাকা পাবেন না এই পেসার।
এনিয়ে বিসিবি কিছু না বললেও নিশ্চিত হওয়া গেছে নারীঘটিত ঘটনায় জড়িয়ে শাস্তি পাচ্ছেন এই দুই জাতীয় দল তারকা।
Discussion about this post