বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) খেলছেন না শেন ওয়াটসন। মোটা অঙ্কের পারিশ্রমিকে চুক্তিবদ্ধ হন অস্ট্রেলিয়ার এ অলরাউন্ডার। বর্তমান চ্যাম্পিয়ন ঢাকা ডায়নামাইটসের জন্য দুঃসংবাদ তিনি আসছেন না! বিপিএলের পঞ্চম আসর শুরু হচ্ছে ৪ নভেম্বর। এই আসরে ইনজুরির কারণে খেলা হচ্ছে না এই অজি ক্রিকেটারের।
জানা গেছে ডান পায়ের কাফ মাসল ইনজুরিতে ভুগছেন ওয়াটসন। পুরো মৌসুম খেলতে পারবেন না তিনি। অবশ্য তাকে না পেলেও ঢাকা ডায়নামাইটসে এরইমধ্যে দলে যোগ দিয়েছেন শ্রীলঙ্কান গ্রেট কুমার সাঙ্গাকারা, ওয়েস্ট ইন্ডিজের সুনিল নারিন, এভিন লুইস। পাকিস্তানের শহীদ আফ্রিদি, ওয়েস্ট ইন্ডিজের কাইরন পোলার্ড দিন কয়েকের মথ্য আসবেন।
২০১১ বিশ্বকাপের পর বাংলাদেশ সফরে এসেছিলেন ওয়াটসন। তখন মিরপুর শেরেবাংলায় বাংলাদেশের বিপক্ষে ক্যারিয়ার সেরা ১৮৫ রানের ইনিংসটি খেলেন। ৬৯ বলে সেঞ্চুরি তুলে নেওয়া ওয়াটসন ৯৬ বলে করেন ১৮৫ রান। ১৫ চার ও ১৫ ছক্কায় ইনিংসটি খেলেন ৩৬ বছর বয়সী এ ক্রিকেটার। তারপর ২০১৪ সালে টি-টুয়েন্টি বিশ্বকাপেও খেলেন এই অলরাউন্ডার।
২০১৬ সালে টি-টুয়েন্টি বিশ্বকাপের সঙ্গে আন্তর্জাতিক ক্রিকেটকেও গুডবাই বলেন শেন ওয়াটসন। এরপর খেলে যাচ্ছেন বিশ্বের নানা প্রান্তে ঘরোয়া টি-টোয়েন্টির লিগে।
Discussion about this post