তৃতীয় বিপিএল সামনের বছরের এপ্রিলে শুরু করতে চায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সোমবার বিসিবির সভায় এই নিয়ে লম্বা সময় ধরে আলোচনা চলে। এই টুর্নামেন্ট শুরুর জন্য বেশ কয়েকটি বিকল্প ছিল বিসিবির সামনে। কিন্তু সামনের বছরের এপ্রিলকেই সবচেয়ে উপযোগী সময় হিসেবে বিবেচনা করছে বিসিবি।
যদিও প্রতিবছরের এপ্রিলে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) হয়ে থাকে। প্রশ্ন উঠছে-আইপিএলের কারণে তো বিদেশি কোন নামী ক্রিকেটার বিপিএলে খেলতে আগ্রহ দেখাবেন না। তবে বিসিবি জানিয়েছে-আইপিএল শুরুর আগে ১৫ দিনের মতো ফাঁকা একটা সময় আছে। সেই সময়টায় বিপিএল আয়োজনের নীতিগত সিদ্ধান্ত হয়েছে।
শুরুর দুই মৌসুমে বিপিএল প্রচুর বিতর্কিত হয়েছে। আয়োজনে দুর্বলতা। সাংগঠনিক অদক্ষতা। বিদেশি এবং দেশি খেলোয়াড়দের যথাযথ পারিশ্রমিক প্রদানে ফ্র্যাঞ্চাইজিদের ব্যর্থতা এবং স্পট ও ম্যাচ ফিক্সিংয়ের মতো কেলেঙ্কারির জন্ম দেয়ায় বিপিএলের প্রথম দুই আসর দুর্নাম কুড়িয়েছে। মাঝে একটি বছর শেষ হয়ে গেল। কিন্তু তৃতীয় আসর আর আলোর মুখ দেখেনি।
সামনের বছর এই টুর্নামেন্টের তৃতীয় আসর শুরু করতে চায় বিসিবি।
Discussion about this post