ক্রিকবিডি২৪.কম
বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সপ্তম আসরের ঢাকার প্রথম পর্ব শেষ হয়েছে একদিন আগেই। মাঝে তাই দুই দিনের বিরতি। এরপর মঙ্গলবার থেকেই এ টুর্নামেন্ট চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে গড়াবে। সেখানে দর্শকদের বাড়তি উল্লাসে মাতাবে স্বাগতিক দল চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। তাইতো রোববার ঢাকা থেকে হেলিকাপ্টারে করে বন্দরনগরীতে পৌঁছেছেন দলটির কোচ পল নিক্সন, অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াল, ম্যানেজিং ডিরেক্টর রিফাতউল্লাহ ও চিফ অপারেটিং অফিসার সৈয়দ ইয়াসির আলম।
১৭ ডিসেম্বর খুলনা টাইগার্স ও রাজশাহী রয়্যালসের মধ্যেকার ম্যাচ দিয়ে মাঠে গড়াবে এবারের বিপিএলের চট্টগ্রাম পর্ব। এদিনেই পরের ম্যাচে লড়বে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ও সিলেট থান্ডার। পরদিন অর্থাৎ ১৮ ডিসেম্বর কুমিল্লা ওয়ারিয়র্স মুখোমুখি হবে রংপুর রেঞ্জার্সের। এদিকে পরের ম্যাচের চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের প্রতিপক্ষ ঢাকা প্লাটুন।
একদিন বিরতির পর আবারো বন্দর নগরীতে গড়াবে বিপিএল। অর্থাৎ ২০ ডিসেম্বর খুলনা টাইগার্স আর রংপুর রেঞ্জার্সের লড়াই উপভোগ করবেন দর্শকরা। পরের ম্যাচে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স লড়বে কুমিল্লা ওয়ারিয়র্সের বিপক্ষে। এদিকে ২১ ডিসেম্বর খুলনা টাইগার্স আর সিলেট থান্ডার ও চট্টগ্রাম চ্যালেঞ্জার্স-রংপুর রেঞ্জার্স লড়বে। এর একদিন পর ২৩ ডিসেম্বর ঢাকা প্লাটুন বনাম কুমিল্লা ওয়ারিয়র্স ও খুলনা টাইগার্স বনাম রাজশাহী রয়্যালস খেলবে। এদিকে ঢাকা প্লাটুন বনাম সিলেট থান্ডার ও কুমিল্লা ওয়ারিয়র্স বনাম রাজশাহী রয়্যালস মুখোমুখি হবে।
এবারের বিপিএলে ঢাকার প্রথম পর্ব খুব একটা জমেনি। তবে দেশি ক্রিকেটাররা ব্যাট-বলে দারুণ সাফল্য দেখিয়েছেন। যা ক্রিকেট প্রেমিরা দেখছেন ইতিবাচক হিসেবে। তারা আশা করছেন বঙ্গবন্ধু বিপিএল জমে উঠবে চট্টগ্রাম পর্ব থেকে।
Discussion about this post