সন্দেহ নেই টি-টুয়েন্টি ক্রিকেটের সবচেয়ে বড় বিজ্ঞাপনটির নাম ক্রিস গেইল। সেই চেনা ছন্দ যদিও নেই, তারপরও ক্যারিবীয় এই ক্রিকেটার মানেই প্রতিপক্ষের জন্য আতঙ্কের এক নাম। আবারো বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) মাতাতে ঢাকা এসেছেন এই ক্যারিবিয় ব্যাটসম্যান। রংপুর রাইডার্সের হয়ে খেলতে বৃহস্পতিবার ভোর সাড়ে পাঁচটায় হযরত শাহজালাল বিমানবন্দরে পা রাখেন তিনি।
শনিবার রংপুর রাইডার্সের পরের ম্যাচ। সেই ম্যাচেই কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে মাঠে নামার কথা তার। তার আগে অনুশীলন করে পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে চাইছেন গেইল।
অবশ্য বিপিএলে খেলা এবারই প্রথম নয় গেইলের। এর আগে বিপিএলে ১৫ ম্যাচে মাঠে নেমে ৩ সেঞ্চুরি ও ১ হাফ সেঞ্চুরিতে করেছেন ৬৫০ রান।
অন্যদিকে আটঘাট বেধে নামছে রংপুর। তাদের হয়ে খেলতে এরইমধ্যে ঢাকা এসেছেন সাবেক কিউই অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালাম ও শ্রীলঙ্কান তারকা কুশল পেরেরা। গেইলের সঙ্গে একই দল রংপুর রাইডার্সে খেলবেন এ দুই তারকা ব্যাটসম্যান। সন্দেহ নেই রান বন্যা প্রত্যাশা করবেন ভক্তরা!
Discussion about this post