বিপিএলের দশম আসরের উদ্বোধনী ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে ৫ উইকেটে হারিয়েছে দুর্দান্ত ঢাকা। বর্তমান চ্যাম্পিয়নদের ১৪৩ রান সহজেই ৩ বল হাতে রেখেই টপকে যায় ঢাকা। ক্যারিয়ারের প্রথম হ্যাটট্রিকে কুমিল্লাকে দেড়শর আগে আটকে রাখেন শরিফুল ইসলাম।
মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে শুক্রবার বিপিএলের ইতিহাসের সপ্তম হ্যাটট্রিক করলেন বাঁহাতি পেসার শরিফুল ইসলাম। ইনিংসের শেষ ওভারের চতুর্থ, পঞ্চম ও ৬ষ্ঠ বলে খুশদিল শাহ, রোস্টন চেজ ও মাইদুল ইসলাম অঙ্কনকে আউট করেন তিনি। শরিফুলের শেষ ওভারের ঝলকের পর ৬ উইকেটে ১৪৩ রানে থামে কুমিল্লার ইনিংস।
স্লগ ওভারে শরিফুলের শেষ ওভারের প্রথম বলে রান না পেলেও পরের দুই বলে দুই ছক্কা হাঁকান খুশদিল। চতুর্থ বলও একই ঠিকানায় পাঠাতে গিয়ে টাইমিং ভুল, সহজ ক্যাচ ধরেন তাসকিন আহমেদ। ক্যারিবিয়ান ব্যাটার রোস্টন চেজ বল তুলে দেন। লং অন থেকে অনেকখানি এগিয়ে এসে দারুণ ক্যাচ লুফে নেন নাঈম শেখ। শেষ বলে মাহিদুল অঙ্কন উড়িয়ে মারতেযান। সোজা ক্যাচ উঠলে কিপার ইরফান শুক্কুর ছুটে এসে নিরাপদে গ্লাভসে নেন। হ্যাটট্রিকের আনন্দে ভাসেন শরিফুল।
শরিফুলের আগে স্বীকৃত টি-টোয়েন্টিতে বাংলাদেশের বোলারদের হ্যাটট্রিক আছে আরও সাতটি।
শরীফুলের জন্য এই হ্যাটট্রিক বিশেষ কিছু। বলছিলেন, ‘আমার পরিবার আজ প্রথম খেলা দেখতে মাঠে এসেছে এবং সেদিনই আমার হ্যাটট্রিক হয়েছে, এটা খুব ভালো লাগছে। হ্যাটট্রিকের চিন্তাভাবনা ছিল না, দুই ছক্কা খাওয়ার পর চিন্তা করেছি আমার হাতে তখনো বল আছে আরও তিনটা। আমি ভালোভাবে ফিরে আসতে পারব। হয়তো এখান থেকে একটা উইকেট নিতে পারব। দুটি ছক্কা খাওয়ার পর মনে করছিলাম, কীভাবে রান আটকে দেওয়া যায়।’
বিপিএলে যত হ্যাটট্রিক
১. মোহাম্মদ সামি (দুরন্ত রাজশাহী) – প্রতিপক্ষ ঢাকা গ্ল্যাডিয়েটরস (২০১২)
২. আলআমিন হোসেন (বরিশাল বুলস) – প্রতিপক্ষ সিলেট সুপারস্টারস (২০১৫)
৩. আলিস আল ইসলাম (ঢাকা ডায়নামাইটস) – প্রতিপক্ষ রংপুর রাইডার্স (২০১৯)
৪. ওয়াহাব রিয়াজ (কুমিল্লা ভিক্টোরিয়ানস) – প্রতিপক্ষ খুলনা টাইটানস (২০১৯)
৫. আন্দ্রে রাসেল (ঢাকা ডায়নামাইটস) – প্রতিপক্ষ চিটাগং ভাইকিং (২০১৯)
৬. মৃত্যুঞ্জয় চৌধুরী (চট্টগ্রাম চ্যালেঞ্জার্স) – প্রতিপক্ষ সিলেট সানরাইজার্স (২০২২)
৭. শরিফুল ইসলাম (দুর্দান্ত ঢাকা) – প্রতিপক্ষ কুমিল্লা ভিক্টোরিয়ান্স (২০২৪)
টি-টোয়েন্টি ক্রিকেটে বাংলাদেশি বোলারদের হ্যাটট্রিক তালিকা
১. আলআমিন হোসেন (বিসিবি একাদশ) – প্রতিপক্ষ আবাহনী লিমিটেড (২০১৩)
২. আলআমিন হোসেন (বরিশাল বুলস) – প্রতিপক্ষ সিলেট সুপারস্টারস (২০১৫)
৩. আলিস আল ইসলাম (ঢাকা ডায়নামাইটস) – প্রতিপক্ষ রংপুর রাইডার্স (২০১৯)
৪. মানিক খান (প্রাইম দোলেশ্বর) – প্রতিপক্ষ বিকেএসপি (২০১৯)
৫. কামরুল ইসলাম রাব্বি (ফরচুন বরিশাল) – প্রতিপক্ষ মিনিস্টার গ্রুপ রাজশাহী (২০২০)
৬. আলাউদ্দিন বাবু (ব্রাদার্স ইউনিয়ন) – প্রতিপক্ষ লিজেন্ডস অব রুপগঞ্জ (২০২১)
৭. মৃত্যুঞ্জয় চৌধুরী নিপুন (চট্টগ্রাম চ্যালেঞ্জার্স)- প্রতিপক্ষ সিলেট সানরাইজার্স (২০২২)
৮. শরিফুল ইসলাম (দুর্দান্ত ঢাকা) – প্রতিপক্ষ কুমিল্লা ভিক্টোরিয়ান্স (২০২৪)
Discussion about this post