শুধু সময়ের সেরা নন, বাংলাদেশ ক্রিকেট ইতিহাসে সর্বকালের সেরা ব্যাটসম্যানদের তালিকাটা করতে গেলেও তার নামটা থাকবে ওপরের সারিতে। কারণটাও সংগত পরিসংখ্যান যে তার হয়ে কথা বলে। টাইগারদের ইতিহাসে টেস্ট এবং ওয়ানডে দুটোতেই সবচেয়ে বেশি রান করার রেকর্ড তামিম ইকবালের। সেই ড্যাশিং ওপেনারটি এবার বাংলাদেশ প্রিমিয়ার লিগেও (বিপিএল) নতুন এক অভিজাত ক্লাবে প্রবেশ করলেন।
এই টুর্নামেন্টে হাজার রান ক্লাবের তৃতীয় সদস্য হলেন তামিম। মঙ্গলবার মিরপুরের শেরেবাংলায় চিটাগং ভাইকিংসের অধিনায়ক রাজশাহী কিংসের বিপক্ষে প্লে-অফের ম্যাচে এই ল্যান্ডমার্ক পেরিয়ে যান।
এই চতুর্থ বিপিএলে এক হাজারি ক্লাবে প্রবেশ করেন বরিশাল বুলস অধিনায়ক মুশফিকুর রহিম। তারও আগে খুলনা টাইটান্স অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। তামিম তৃতীয় সদস্য এই ক্লাবের।
এ ম্যাচ খেলার আগে হাজারি ক্লাব থেকে ২৫ রান দূরে ছিলেন তিনি। ম্যাচে তামিম ইকবালের ব্যাট থেকে আসে ৫১ রান। যদিও তার দল রাজশাহীর কাছে হেরে বিদায় নেয় এবারের বিপিএল থেকে।
এই বিপিএলে এরইমধ্যে তামিম মোট ১৩ ম্যাচে ৪৭৬ রান নিয়ে শীর্ষে আছেন। এক আসরে ৬টি ফিফটির রেকর্ডটাও মঙ্গলবার করেন এই তারকা। সব মিলিয়ে বিপিএলে তামিমের সংগ্রহ ১০২৬ রান। খেলেছেন ৩৪ ম্যাচ।
বিপিএলে হাজার রানের ক্লাবে প্রবেশের অপেক্ষায় আছেন ঢাকা ডায়নামাইটসের অধিনায়ক সাকিব আল হাসান (৯৪১ রান), কুমিল্লার আহমেদ শেহজাদ (৯৩৭), চিটাগং ভাইকিংসের এনামুল হক বিজয় (৯২৪) এবং ঢাকা ডায়নামাইটসের ক্রিকেটার নাসির হোসেন (৮৬৬)।
Discussion about this post