বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ইতিহাসে স্বার্থের সংঘাত বা কনফ্লিক্ট অব ইন্টারেস্ট নতুন কিছু নয়। অতীতে দেখা গেছে, ক্রিকেট বোর্ডের পরিচালকেরা কেউ কেউ ফ্র্যাঞ্চাইজির মালিকানা বা পরিচালনায় সরাসরি যুক্ত ছিলেন। এতে প্রশ্ন উঠেছে স্বচ্ছতা ও ন্যায্যতা নিয়ে।
দ্বাদশ বিপিএলের আগে সেই বিতর্কের পুনরাবৃত্তি ঠেকাতে এবার কঠোর অবস্থান নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বোর্ড জানিয়েছে, পরিচালকদের কেউ যদি কোনো দলের সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যুক্ত থাকেন, তাঁকে বিপিএলের গভর্নিং কাউন্সিল থেকে সরে দাঁড়াতে হবে। সংশ্লিষ্ট সভায়ও তাকে ডাকা হবে না।
বরিশাল, রাজশাহী ও নোয়াখালির ফ্র্যাঞ্চাইজি মালিকানার জন্য আবেদন করেছে যথাক্রমে আকাশবাড়ি হলিডে, নাবিল গ্রুপ ও বাংলা মার্ক। এই তিন প্রতিষ্ঠানের সঙ্গেই যুক্ত আছেন বিসিবির তিন পরিচালক। তাই শুরুতেই ‘স্বার্থের সংঘাত’ ঠেকাতে স্পষ্ট নীতি জানিয়ে দিয়েছে বোর্ড।
বিসিবির সহসভাপতি শাখাওয়াত হোসেন বলেন, ‘আমাদের পরিচালকদের সবাইকে সেলফ–ডিক্লারেশন দিতে হবে- কে কোন দলের সঙ্গে যুক্ত, সেটা জানাতে হবে। যদি দেখা যায়, কেউ কোনোভাবে জড়িত, তাহলে তাঁকে গভর্নিং কাউন্সিল থেকে পদত্যাগ করতে হবে।’
গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইফতেখার রহমান মিঠু বলেন, ‘আমরা কেউ কোনো দলের সঙ্গে যুক্ত থাকতে পারব না। কেউ যুক্ত থাকলে সংশ্লিষ্ট সভায় তাঁকে ডাকা হবে না।’
এদিকে স্পট ফিক্সিং–সংক্রান্ত তদন্তের চূড়ান্ত প্রতিবেদনও হাতে পেয়েছে বিসিবি। ৯০০ পৃষ্ঠার সেই প্রতিবেদনে অভিযুক্তদের নাম থাকলেও মানবিক কারণ দেখিয়ে তা প্রকাশ না করার সিদ্ধান্ত নিয়েছে বোর্ড।
বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল বলেন, ‘এই মুহূর্তে নাম প্রকাশের মতো পরিস্থিতিতে আমরা নেই। তবে প্রয়োজনে পরে করা হবে।’ সহসভাপতি শাখাওয়াত হোসেন বলেন, ‘যাদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হবে, তারা কেউ খেলতে পারবে না। তবে আমরা আদালত না। মানবাধিকারের বিষয়টিও আমাদের বিবেচনায় রাখতে হয়।’
বিপিএলে দল পেতে আগ্রহী ১০ প্রতিষ্ঠান
* চ্যাম্পিয়ন স্পোর্টস লিমিটেড ঢাকা ক্যাপিটালস
* ট্রায়াঙ্গাল সার্ভিসেস লিমিটেড চট্টগ্রাম
* এসকিউ স্পোর্টস এন্টারপ্রাইজ লিমিটেড চট্টগ্রাম
* ফার্স্ট এসএস এন্টারপ্রাইজ কুমিল্লা ফাইটার্স
* টগি স্পোর্টস লিমিটেড রংপুর রাইডার্স
* বাংলামার্ক লিমিটেড নোয়াখালী
* মাইন্ডট্রি এন্ড রূপসী কংক্রিট খুলনা
* আকাশবাড়ি হলিডেজ এন্ড রিসোর্ট বরিশাল
* জে এম স্পোর্টস এন্ড এন্টারটেইমেন্ট সিলেট
* দেশ ট্রাভেলস রাজশাহী
* নাবিল গ্রুপ অব ইন্ডাসট্রিজ রাজশাহী










Discussion about this post