ফেব্রুয়ারি ভাষার মাস। ১৯৫২ সালের এই মাসেই বাংলা ভাষার জন্য প্রাণ দিয়েছিলেন বীর সন্তানরা। তাইতো ২১ ফেব্রুয়ারি পালিত হয় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। আয়োজনের অংশ হিসেবেই শুক্রবার ১০ ফেব্রুয়ারি বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ছিল বাংলা ভাষভার একদিন।
এদিন সাদা শাড়িতে কালো রঙের বাংলা বর্ণমালা। সেই শাড়িতে শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে পোজ দিচ্ছেন বিপিএলের ভারতীয় ধারাভাষ্যকার পামেলা সিং। সাদা রঙের বর্ণমালা সাজানো কালো পাঞ্জাবি পড়লেন কার্টলি অ্যামব্রোস, আমির সোহেল, রোশান আবেসিংহের মতো অবাঙালিরাও। আতহার আলী খান-শামীম চৌধুরীরাও হাজির থাকলেন বাঙালিয়ানার উৎসবে।
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বিপিএলে পূর্ব ঘোষণা অনুযায়ী শুক্রবার ছিল বাংলা ভাষাময় একটি দিন। ভাষার প্রতি শ্রদ্ধা জানাতে বিশেষ এই পোশাকের সঙ্গে প্রত্যেকের হাতে ছিল বাংলা অক্ষর সম্বলিত আর্মব্যান্ড। খেলোয়াড়দের বাহুতেও ছিল এই আর্ম ব্যান্ড।
ভাষার মাসকে শ্রদ্ধা জানাতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) এই অভিনব আয়োজন। শুধু পোশাক-আশাকে নয়, নির্ধারিত দুই ম্যাচেই সাক্ষাৎকার, সংবাদ সম্মেলন হলো বাংলায়।
বিপিএলের বাংলাভাষাময় দিনে ভাষার প্রতি শ্রদ্ধা জানাতে বিশেষ এই পোশাকের সঙ্গে প্রত্যেকের হাতে ছিল বাংলা অক্ষরসংবলিত আর্মব্যান্ড। একই আর্মব্যান্ড পরে মাঠে নামেন দেশিবিদেশি খেলোয়াড়রাও। পাকিস্তানের মোহাম্মদ রিজওয়ান-খুশদিল শাহদের সঙ্গে ওয়েস্ট ইন্ডিজের সুনীল নারিন, আন্দ্রে রাসেল; আফগানিস্তানের রহমানুল্লাহ গুরবাজ, আজমাতুল্লাহ ওমরজাই, নাভিন-উল-হক এবং ইংল্যান্ডের টম কোহলার-ক্যাডমোরের বাহুতেও শোভা পেয়েছে গৌরবের বাংলা বর্ণমালা-সংবলিত বিশেষ আর্মব্যান্ড।
Discussion about this post