রীতিমতো অবাক করা দৃশ্য। বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ইতিহাসে প্রথমবারের মতো এমন ঘটনা ঘটল। কোনো দল একাদশে বিদেশি ক্রিকেটার ছাড়াই মাঠে নামল। রংপুর রাইডার্সের বিপক্ষে আজ রোববার দুর্বার রাজশাহী স্থানীয় খেলোয়াড়দের নিয়ে খেলতে বাধ্য হয়।
বিদেশি ক্রিকেটারদের বয়কট
দলের পাকিস্তানি ক্রিকেটার মোহাম্মদ হারিস এবং জিম্বাবুইয়ান তারকা রায়ান বার্লসহ অন্যান্য বিদেশি ক্রিকেটাররা পারিশ্রমিক না পাওয়ার কারণে ম্যাচ বর্জনের সিদ্ধান্ত নেন। দুপুর থেকেই বিষয়টি নিয়ে গুঞ্জন চলছিল। শেষ মুহূর্তে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বিদেশি ক্রিকেটারদের মাঠে আনার চেষ্টা করলেও তা ব্যর্থ হয়।
বিপিএলের নিয়ম ভাঙার অনুমতি
বিপিএল বাইলজ অনুযায়ী, প্রতি ম্যাচে অন্তত দুজন বিদেশি ক্রিকেটার খেলানো বাধ্যতামূলক। তবে বিশেষ পরিস্থিতির কারণে টেকনিক্যাল কমিটি আজ রাজশাহীকে শুধুমাত্র দেশি খেলোয়াড়দের নিয়ে খেলতে অনুমতি দেয়।
এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে বিসিবির টেকনিক্যাল কমিটি। সেখানে বলা হয়, ‘রাজশাহীর অনুরোধ পর্যালোচনা করার পর এবং বিপিএল ২০২৪-২৫ এর ম্যাচ খেলার শর্তাবলীর ধারা ১.২.৮ অনুযায়ী, টেকনিক্যাল কমিটি দুর্বার রাজশাহীকে এই ম্যাচে শুধুমাত্র বাংলাদেশি খেলোয়াড়দের নিয়ে একটি দল মাঠে নামানোর অনুমতি প্রদান করেছে।’
বিসিবির প্রতিক্রিয়া
বিসিবি পরিচালক ইফতেখার রহমান মিঠু এ ঘটনাকে ‘দুঃখজনক ও অনাকাঙ্ক্ষিত’ বলে মন্তব্য করেছেন। তিনি বলেন, ‘বিপিএলের মর্যাদা রক্ষা করা আমাদের প্রধান দায়িত্ব। বিদেশি ক্রিকেটারদের ম্যাচ বর্জন অত্যন্ত হতাশাজনক। আজকের মধ্যেই এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। আমরা তাদের (ফ্র্যাঞ্চাইজির) বিশ্বাস করে খেলা শুরু করেছিলাম, কিন্তু তারা সেই বিশ্বাস রাখতে পারেনি। এখন সময় এসেছে কঠোর সিদ্ধান্ত নেওয়ার।’
রাজশাহীর একাদশ-
এনামুল হক বিজয়, তাসকিন আহমেদ (অধিনায়ক), এস এম মেহরব, জিশান আলম, ইয়াসির আলী, আকবর আলী, সাব্বির হোসেন, সানজামুল ইসলাম, মোহর শেখ, মোহাম্মদ মৃত্যুঞ্জয় ও মিজানুর রহমান।
Discussion about this post