ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
আগেই শঙ্কার মেঘ কেটেছিল। সোমবার বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) মাতাতে তাই ঢাকায় চলে এসেছেন ক্রিস গেইল। সবকিছু ঠিক থাকলে মঙ্গলবার থেকেই এ টুর্নামেন্টে তার ব্যাটিং ঝড় দেখবে ক্রিকেট প্রেমিরা।
লম্বা বিমান যাত্রা শেষে সোমবার সকালেই ঢাকায় নামেন গেইল। চলতি বিপিএলে টি-টুয়েন্টির সুপারস্টার ক্রিস গেইল খেলবেন চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হয়ে। পুরোটা দিন বিশ্রামে কাটিয়েছেন গেইল। অনুশীলনে নামার কোন পরিকল্পনা ছিল না তার। ত্রিনিদাদ থেকে লম্বা বিমানযাত্রার ধকল এড়াতেই এদিন বিশ্রামেই থাকেন তিনি।
চলতি বিপিএলে এরইমধ্যে শেষচারে উঠেছে চট্টগ্রাম। তবে এখনো শেষ চারের লড়াইয়ের আগে লিগ পর্যায়ের মাত্র দুটি ম্যাচ বাকি আছে দলটির। তাই ব্যাটে হাতে আজ থেকেই ক্রিস গেইলকে ঝড় তুলতে দেখা যেতে পারে। মজার বিষয় হলো এই দুই ম্যাচেই চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের প্রতিপক্ষ কিন্তু রাজশাহী রয়্যালস! যারা এখন পর্যন্ত টুর্নামেন্টের শেষ চারের দল হিসেবে চট্টগ্রামের মতো টিকিট পেয়েছে।
রাজশাহীর বিপক্ষে মঙ্গলবার বঙ্গবন্ধু বিপিএলে গেইল খেলবেন? গতকাল এ প্রশ্নই করা হয়েছিল চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের টিম ম্যানেমেন্টকে। উত্তরে তারা জানিয়েছেন, ‘গেইল খেলার মতো ফিট আছেন।’
গেইল একাদশে থাকার মানে প্রতিপক্ষের ওপর একটা বাড়তি চাপ। রাজশাহী রয়্যালসের ওপর সেই চাপ তৈরি করার সুযোগ তাই হয়তো আজ কোনভাবেই হাতছাড়া করতে চাইবে না চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।
নিয়মিতই বিপিএলে খেলে আসছেন গেইল। এখন পর্যন্ত এ টুর্নামেন্টে এ বাঁহাতি ৩৮ ম্যাচে করেছেন ১,৩৩৮ রান। প্রতিযোগিতাটির সর্বোচ্চ পাঁচটি সেঞ্চুরি তার নামের পাশে। হাঁকিয়েছেন ১২০টি ছক্কা। এবারও তার কাছ থেকে আগের মতোই কিছু দেখতে উন্মুখ ভক্তরা।
Discussion about this post