ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
আসছে বছরের শুরুতেই মাঠে গড়াবে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। কিন্তু এই টুর্নামেন্ট দল পেলেও খেলা হচ্ছে না স্টিভেন স্মিথের। কুমিল্লা ভিক্টোরিয়ান্স অস্ট্রেলিয়ার এ তারকা ক্রিকেটারকে পাবে না। প্রথমবারের মতো বিপিএলে খেলা নিয়ে উচ্ছ্বসিত থাকলেও অন্য ফ্রাঞ্চাইজিদের বাধায় সর্বনাশ। টুর্নামেন্টে ড্রাফটে থাকা বিদেশিদের মধ্যে কুমিল্লা দলে নেয় আসেলা গুনারত্নেকে। এই শ্রীলঙ্কান আসতে পারছেন না বলে জানালে কুমিল্লা বিকল্প খুঁজে। তার জায়গায় দলে টানে বল টেম্পারিংয়ে জাতীয় দলে এক বছরের জন্য নিষিদ্ধ স্টিভেন স্মিথকে।
এরপরই আপত্তি জানায় রংপুর রাইডার্স। বাইলজ অনুযায়ী ড্রাফটের বাইরে বিদেশি ক্রিকেটার দলে টানা যায়না। কুমিল্লাকে নিতে হবে ড্রাফটে থাকা ক্রিকেটারদেম মধ্য থেকে।
যদিও এরপরই বিপিএল টেকনিক্যাল কমিটি কুমিল্লাকে অনুমতি দেয়। কিন্তু অন্য ফ্রাঞ্চাইজিরাও আপত্তি জানায়। তারপর গত বুধবার রাতে বিসিবি জানায় স্মিথকে দলে নেওয়া যাবে না।
বিপিএল টেকনিক্যাল কমিটির প্রধান জালাল ইউনুস বলেন, ‘ড্রাফটের বাইরে বিদেশি ক্রিকেটারদের কিভাবে দলে নেওয়া যাবে এটা আমাদের বাইলজে ছিল না। টুর্নামেন্টের স্বার্থে অনুমতি দিয়েছিলাম। কিন্তু অন্য ফ্র্যাঞ্চাইজিগুলো বিরোধিতা করেছে। স্মিথের মতো তারকা ক্রিকেটার খেললে টুর্নামেন্টের ভালো ব্র্যান্ডিং হতো।’
স্মিথ না খেলতে পারলেও ডেভিড ওয়ার্নার এবার বিপিএলে আসছেন সুযোগ পেলেন। সিলেট সিক্সার্সে খেলবেন বল টেম্পারিংয়ে নির্বাসিত এই ব্যাটসম্যান।
Discussion about this post