ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
গেল জাতীয় লিগের ভেন্যুর তালিকায় ছিলো না সিলেট। তাই বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আসছে আসরেও সেখানে কোন ম্যাচ হওয়া নিয়ে ছিল শঙ্কা। তবে সোমবার এ টুর্নামেন্টের সূচি ঘোষণার পরপরই সব পরিস্কার হয়েছে। দেশের ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে জমজমাট এ টুর্নামেন্টের ৬টি ম্যাচ হবে সেখানে।
আসছে বিপিএলের ম্যাচগুলো হবে তিনটি ভেন্যুতে। সেগুলো হল, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট। ডাবল রাউন্ড-রবিন লিগের পর কোয়ালিফায়ার ও এলিমিনেটর ম্যাচ হবে এ টুর্নামেন্টে। দ্বিতীয় কোয়ালিফায়ার ও ফাইনাল ছাড়া প্রতিদিনই হবে দুটি করে ম্যাচ। সাধারণ দিনে প্রথম ম্যাচ শুরু হবে দুপুর ১২.৩০-এ, শেষ হবে ৩.৫০-এ। দ্বিতীয় ম্যাচের সময় ৫.২০ থেকে ৮.৪০ পর্যন্ত। শুক্রবার ম্যাচগুলি শুরু হবে যথাক্রমে দুপুর ২.০০ ও সন্ধ্যা ৭.০০-এ।
নতুন আঙ্গিনের বিপিএল শুরু হবে আগামী ১১ ডিসেম্বর। খেলবে ৭টি দল। চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ও সিলেট থান্ডারের ম্যাচ দিয়ে মাঠে গড়াবে এ টুর্নামেন্টের বল। এরপর ঢাকায় চলবে প্রথম পর্ব ১৪ ডিসেম্বর পর্যন্ত। এরপর ১৭ থেকে ২৪ ডিসেম্বর পর্যন্ত দ্বিতীয় ধাপে খেলা হবে চট্টগ্রামে। সেখান থেকে এ টুর্নামেন্ট আবার ঢাকায় ফিরবে। মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে এ ধাপে ম্যাচ হবে ২৭ থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত। এরপরই জমজমাট এ টুর্নামেন্ট চলে যাবে সিলেটে। সেখানে খেলা হবে ৩ দিন- ২ থেকে ৪ জানুয়ারি ২০২০ পর্যন্ত।
Discussion about this post