ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
সাধারণত প্রতি বছরের নভেম্বর-ডিসেম্বরে অনুষ্ঠিত হয়ে থাকে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। কিন্তু এবার ঐ সময়ে জমজমাট এ টুর্নামেন্ট হচ্ছে না। আগামী বছর জানুয়ারিতে মাঠে গড়াবে দেশের ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে জনপ্রিয় এ লিগ। এমনটাই জানিয়েছেন, বিসিবির পরিচালক ও বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইসমাইল হায়দার মল্লিক।
চলতি বছরের শেষ দিকে পাকিস্তান সফরে যেতে পারে বাংলাদেশ। যে কারণে ঐ সময় বিপিএল হলে তারকা ক্রিকেটারদের পাওয়া যাবে না। তাই পরের বছর জানুয়ারিতে এ টুর্নামেন্ট মাঠে গড়ানোর সিদ্ধান্ত নিতে যাচ্ছে বিপিএল গভর্নিং কাউন্সিল।
শনিবার ঘরোয়া ক্রিকেট সূচি তৈরি ও বাস্তবায়ন কমিটির প্রধানদের বৈঠক শেষে ইসমাইল হায়দার মল্লিক বলেন, ‘বিপিএলের জন্য আমাদের দুইটি উইন্ডো খোলা আছে। একটি নভেম্বরে। কিন্তু সেই সময়ে জাতীয় দল যাবে পাকিস্তানে। ডিসেম্বরে নিউ জিল্যান্ডের বাংলাদেশে আসার জোরালো সম্ভাবনা রয়েছে। এজন্য বিপিএল পিছিয়ে জানুয়ারিতে হতে পারে। এ বছর বিপিএল হচ্ছে না এটা নেতিবাচক শোনায়। বিপিএলের পরের মৌসুম জানুয়ারিতে হবে।’
গত বছর করোনার কারণে বিপিএল মাঠে গড়াতে পারেনি। তাই ক্রিকেট প্রেমিরা আশা ছিলেন এ টুর্নামেন্ট দেখার। কিন্তু তাদেরকে আজ দুঃসংবাদ দিলেন বিপিএল কর্তৃপক্ষ।
Discussion about this post